LIC এর দারুন পলিসি! এই স্কিমের আওতায় এলে পাবেন ৪.৫৬ লক্ষ টাকা, মিলবে কর ছাড়ও!

LIC দেশের সবচেয়ে বড় লাইফ ইনস্যুরেন্স বিশ্বাসযোগ্য সংস্থা এই নিয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ অনেকটাই লাভবান হতে পারবেন এরকম একাধিক পলিসি বা স্কিম রয়েছে এই সংস্থায়৷ তারই মধ্যে একটি…

Avatar

LIC দেশের সবচেয়ে বড় লাইফ ইনস্যুরেন্স বিশ্বাসযোগ্য সংস্থা এই নিয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ অনেকটাই লাভবান হতে পারবেন এরকম একাধিক পলিসি বা স্কিম রয়েছে এই সংস্থায়৷ তারই মধ্যে একটি স্কিম হচ্ছে নিউ জীবন আনন্দ পলিসি৷ এই স্কিমে দ্বিগুণ লাভ পেতে পারেন পলিসি হোল্ডাররা, এমনটাই বিশষজ্ঞদের মত৷ আবার এই পলিসি করলে মিলছে ট্যাক্স ছাড়৷ আর দ্বিতীয় পলিসি রিস্ক কভার থাকবে সারা জীবন৷

এই পলিসি ১৮ থেকে ৫০ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি করাতে পারবেন৷ এই স্কিমের জন্য ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে ৷ যদি পলিসি হোল্ডার ১৮ বছর বয়সে লিসি করিয়ে থাকেন, তাহলে বছরে তাকে ১০৭৬৪৫ টাকা প্রিমিয়াম দিতে হবে , যদি ১ লক্ষ Sum Assured এর জন্য ৩৫ বছরের প্ল্যান নিয়েছেন৷ ৩৫টি কিস্তিতে এই টাকা জমা দিতে হবে ৷ ম্যাচিউরিটির পর পলিসি হোল্ডার পাবেন ৪.৫৬ লক্ষ টাকা৷

এই পলিসিতে কমপক্ষে ১ লক্ষ টাকা Sum Assured নিতে হবে৷ এর জন্য সর্বোচ্চ কোনও লিমিট রাখা হয়নি৷ আপনি চাইলে যত ইচ্ছে Sum Assured করাতে পারেন। যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে নমিনি বিমার টাকা পেয়ে যাবেন , যা বিমা করা টাকার ১২৫ শতাংশ৷ এছাড়া ইনকাম ট্যাক্সের ৮০ সি ধারায় কর ছাড় পাওয়া যাবে। আপনি অফলাইনের পাশাপাশি এই পলিসি অনলাইনেও করতে পারবেন৷ আপনি প্রতি বছর, প্রতি ছ’মাস, প্রতি তিন মাসে বা প্রতি মাসের হিসেবে প্রিমিয়াম দিতে পারবেন৷ তিন বছর পর আপনি এই পলিসির মাধ্যমে লোন নিতে পারবেন।

About Author