LIC-এর এই সুপারহিট স্কিমে টাকা জমা করুন, আপনি আজীবন পেনশন পাবেন ৫০ হাজার টাকা
এলআইসির তরফ থেকে নিয়ে আসা এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সরল পেনশন যোজনা, যদি আসলে একটি একক প্রিমিয়াম পেনশন প্রকল্প
আপনার এতদিন পর্যন্ত জানেন শুধুমাত্র ৬০ বছর বয়সের পরেই আপনি গ্রহণ করতে পারবেন পেনশন। তবে এবার সেই নিয়মে আসতে চলেছে বদল। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে এলআইসি নিয়ে এসেছে আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে একটি নতুন প্ল্যান যার মাধ্যমে মাত্র ৪০ বছর বয়সেই আপনি পেনশন গ্রহণ করার সুবিধা নিতে পারবেন। অর্থাৎ আপনি ৪০ বছর বয়সেই করতে পারবেন রিটায়ার এবং নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই নতুন প্রকল্পের ব্যাপারে আরো বিস্তারিতভাবে।
এলআইসির এই প্রকল্পের নাম হলো সরল পেনশন যোজনা যেখানে প্রিমিয়াম শুধুমাত্র পলিসি নেওয়ার সময় দিতে হয়। এরপরে আপনি সারা জীবন ধরে পেতে থাকবেন পেনশন এবং যদি পলিসি ধারকের মৃত্যু হয় তাহলে মনোনীত ব্যক্তি ফেরত পাবেন প্রিমিয়ামের একক পরিমাণ। সরল পেনশন যোজনা হলে এমন একটি তাৎক্ষণিক বার্ষিক পরিকল্পনা যার অর্থ হলো আপনি পলিসি নেওয়ার সাথে সাথে পেনশন পেতে শুরু করবেন। এই পলিসি নেওয়ার পর যতটা পেনশন শুরু হয় সারা জীবনের জন্য একই রকম ভাবে পেনশন আপনি পেতে পারেন। এই পলিসি স্কিম নেওয়ার জন্য দুটি উপায় রয়েছে, প্রথমটি হলো সিঙ্গেল লাইফ, যেখানে যেকোনো একজনের নামে এই পলিসি থাকবে এবং যতদিন পেনশন্ভবী জীবিত থাকবেন ততদিন তিনি পেনশন পেতে থাকবেন এবং তার মৃত্যুর পর প্রিমিয়ামের পরিমাণ তার মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হবে। অন্যটি হলো জয়েন্ট লাইফ পলিসি যেখানে স্বামী এবং স্ত্রী উভয় একসাথে এই প্রকল্প গ্রহণ করতে পারছেন। প্রাথমিক পেনশনভোগী যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন তারা পেনশন পেতে থাকবেন এবং তার মৃত্যুর পরে তার স্বামী অথবা স্ত্রী আজীবন পেনশন পেতে থাকবেন। তারপরে তার মৃত্যুর পরে তার মনোনীত ব্যক্তির কাছে প্রিমিয়াম এর পরিমাণ হস্তান্তর করে দেওয়া হবে।
সরল পেনশন যোজনা সুবিধা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ৪০ বছর এবং সর্বোচ্চ ৮০ বছর। যেহেতু এটি একটি সম্পূর্ণ জীবনের নীতি তাই পেনশন গ্রহীতা যতদিন পর্যন্ত জীবিত থাকবেন, সারা জীবনের জন্য তারা পেনশন পেতে থাকবেন। সরল টেনশন নিতে শুরু হবার তারিখ থেকে ছয় মাস পরে যে কোন সময় আপনারা সমর্পণ করতে পারবেন। তবে পেনশন কবে পাবেন, তা কিন্তু পেনশনভোগীর নিজস্ব সিদ্ধান্ত হতে পারে। এতে আপনি চারটি অপশন পাবেন, প্রতিমাসে, প্রতি তিন মাস অন্তর, প্রতি ছয় মাস অন্তর এবং প্রতি ১২ মাস অন্তর। আপনি যে বিকল্পটি বেছে নেবেন সেই সময়ের মধ্যে আপনার পেনশন আসতে শুরু করবে।
এখন প্রশ্ন উঠছে এই সাধারণ পেনশন স্কিমের জন্য আপনাকে কত টাকা দিতে হবে। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই টাকার পরিমাণ কিন্তু আপনাকে নিজেকে বেছে নিতে হবে। অর্থাৎ আপনি যে পরিমাণ পেনশন বেছে নেবেন সেই অনুযায়ী আপনাকে অর্থ প্রদান করতে হবে। আপনি যদি প্রতি মাসে টেনশন চান তাহলে আপনাকে কমপক্ষে ১ হাজার টাকা পেনশন গ্রহণ করতে হবে। তিন মাসের জন্য এই পরিমাণ হবে ৩ হাজার টাকা, ছয় মাসের জন্য ৬ হাজার টাকা, এবং ১২ মাসের জন্য দিতে হবে আপনাকে ১২ হাজার টাকা। তবে কোন সর্বোচ্চ সীমা নেই।
আপনি যদি চল্লিশ বছর বয়সী হন এবং আপনি দশ লক্ষ টাকার একক প্রিমিয়াম জমা করেন তাহলে আপনি বার্ষিক ৫০,২৫০ টাকা করে পেতে শুরু করবেন এবং সারা জীবনের জন্য এই টাকা আপনি পাবেন। এছাড়া যদি আপনি মাঝপথে আপনার জমা কৃত অর্থ ফেরত চান তাহলে পাঁচ শতাংশ কেটে নিয়ে আপনার অর্থ ফেরত দেওয়া হতে পারে। যদি আপনার গুরুতর অসুস্থতা থাকে এবং চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি সরল পেনশন যোজনায় জমা করা টাকা তুলতে পারবেন। আপনাকে গুরুতর রোগের একটি তালিকা দেওয়া হবে যার জন্য আপনি টাকা তুলতে পারবেন। পলিসি সমর্পণ করে দিলে আসল মূল্যের ৯৫ শতাংশ টাকা আপনি ফেরত পাবেন। এই প্রকল্পের অধীনে ঋণ নেওয়ার বিকল্প রয়েছে। প্রকল্প শুরু হওয়ার ছয় মাস পরে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন।