ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাড়িতে বসেই করে ফেলুন টাকা ডবল, জানুন LIC-র এই স্কিমের ব্যাপারে বিস্তারিত

এই স্কিমটি এখন ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে

Advertisement
Advertisement

আজকালকার দিনে সবাই বিনিয়োগে আরও ভাল রিটার্ন চায়। এর জন্য, সবাই প্রচলিত সঞ্চয় পরিকল্পনার পরিবর্তে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে, এই ধরনের বিনিয়োগ অনেক বেশি ঝুঁকি রয়েছে আর সেটা সবাই বেশ ভাল করে বোঝেন। তবে, আপনি যদি ইক্যুইটি বাজার সম্পর্কিত স্কিমগুলিতে অর্থ বিনিয়োগ করেন তাহলেও কিন্তু ভালো রিটার্নের সম্ভাবনা আছে। আপনিও যদি এরকমই এই প্রকল্পে বিনিয়োগ করে ভবিষ্যতে আরও ভাল রিটার্ন উপার্জন করতে চান তবে আপনি LIC এর SIIP-এ বিনিয়োগ করতে পারেন। আর সবথেকে বড় কথাটা হলো, এই স্কিমে কিস্তিতে টাকা জমা দিতে হবে এবং মেয়াদপূর্তির প্রায় দ্বিগুণ রিটার্ন পাওয়া যাবে।

Advertisement
Advertisement

প্রকৃতপক্ষে SIIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স প্ল্যান হল একটি ইউনিট লিঙ্কযুক্ত বীমা পরিকল্পনা, যেখানে প্রাপ্ত রিটার্ন বাজারের ঝুঁকির সাপেক্ষে বিচার করা হয়। পাশাপাশি, বিনিয়োগের সাথেই এতে বীমা সুরক্ষাও পাওয়া যায়। এই স্কিমের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি জেনে নিন বিস্তারিতভাবে।

Advertisement

বীমা এবং বিনিয়োগ উভয়ই পাওয়া যাবে

Advertisement
Advertisement

SIIP একটি ইউনিট-লিংকড বীমা পরিকল্পনা যা মিউচুয়াল ফান্ড এবং জীবন বীমা উভয়ের সুবিধা একসাথে প্রদান করে। ইউনিট লিংক ইন্স্যুরেন্স প্ল্যান হল সেইসব প্ল্যান যেখানে কোম্পানি ইক্যুইটি, সরকারি বন্ড এবং সিকিউরিটিজে একসাথে আপনার টাকা বিনিয়োগ করে। এর ফলে আপনার রিটার্নের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়।

ভিন্ন ফান্ড অপশন

পলিসিধারীরা LIC-এর SIIP প্ল্যানে বিনিয়োগ করার জন্য চারটি ভিন্ন ফান্ডের বিকল্প পাচ্ছেন এখানে। এর মধ্যে রয়েছে বন্ড তহবিল, সুষম তহবিল, সুরক্ষিত তহবিল এবং বৃদ্ধি তহবিল। তবে এই চারটি তহবিলের মধ্যে আপনাকে অবশ্যই আরো একটি বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে কিন্তু, এর সাথেই ঝুঁকি যুক্ত করতে হবে। তবে, সুবিধাও আছে অনেক বেশি। পলিসিধারী একটি তহবিল বেছে নেওয়ার পরে পরিবর্তন করতে পারেন, যদি তার মনে হয় সেই তহবিলে তার লাভ হচ্ছেনা। এই চারটির মধ্যে, গ্রোথ ফান্ড অর্থাৎ বৃদ্ধি তহবিলে সর্বাধিক রিটার্ন পাওয়া যায়, কারণ এই তহবিলের অধীনের ৮০ শতাংশ পর্যন্ত টাকা স্টক মার্কেটে বিনিয়োগ করা হয়, যেখানে রিটার্নের সম্ভাবনা বেশি। তবে এর সঙ্গে বাজারের ঝুঁকিও জড়িত।

টাকা দ্বিগুণ হবে কিভাবে?

এই প্ল্যানটি ১০, ১৫, ২০ এবং ২৫ বছরের বিভিন্ন মেয়াদের জন্য উপলব্ধ। ধরুন, আপনি যদি ১০ বছরের জন্য SIIP পরিকল্পনা নেন এবং বৃদ্ধি তহবিল বেছে নেন, এবং তার সাথেই স্কিমের অধীনে, আপনি যদি প্রতি বছর ১ লাখ টাকা জমা করেন, তাহলে ১০ বছরে মোট ১০ লাখ টাকা জমা হবে৷ মেয়াদপূর্তিতে, আপনি NAV বৃদ্ধির ১৫ শতাংশ বিবেচনা করে মোট ১৯.৩ লক্ষ টাকা পাবেন। অর্থাৎ টাকা হয়ে গেলো বিনিয়োগের ডবল।

Related Articles

Back to top button