LIC চালু করে দিল নতুন জীবন উৎসব পরিকল্পনা, বিনিয়োগকারীরা পাবেন বাম্পার সুবিধা
এলআইসির এই প্ল্যানের ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিত
যখনই জীবন বীমার কথা মাথায় আসে, তখন যে কোম্পানির নামটি প্রথমে মনে আসে সেটি হলো ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা এলআইসি। আজকে এলআইসি একটি নতুন পরিকল্পনা চালু করেছে ভারতের সাধারণ মানুষের জন্য। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে জীবন উৎসব পরিকল্পনা। এই পরিকল্পনায় পলিসি হোল্ডার উচ্চ সুদের হার এবং ঋণের মতো অনেক সুবিধা পেয়ে যেতে চলেছেন। এটি একটি নন লিংক সঞ্চয় বীমা পলিসি। সংবাদ সংস্থা পি টি আইকে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এলআইসি চেয়ারম্যান সিদ্ধার্থ মহান্তি বলেছেন, পলিসিধারীরা এই policy পরিপক্ক হওয়ার পরে বিমাকৃত অর্থের ১০% আজীবন সুবিধা পেতে পারবেন। যখনই তাদের প্রয়োজন হবে এই টাকার বীমা তারা পাবেন। তিনি বলেছেন উৎসব পলিসি মার্কেটে আলোড়ন সৃষ্টি করতে চলেছে। ২০ থেকে ২৫ বছরের মধ্যে যারা স্বচ্ছ খরচ কাঠামো এবং রিটার্ন খুঁজছেন তেমন বিনিয়োগকারীদের জন্য এটা অত্যন্ত উপযোগী হতে চলেছে।
পলিসি ধারকদের কাছে কভারের শুরুতে বেছে নেওয়ার জন্য দুটি বিকল্প দেবে এলআইসি। মনে রাখা ভালো নির্বাচিত বিকল্পের ভিত্তিতে কিন্তু সুবিধা আলাদা আলাদা হবে। প্রথম বিকল্পটি হল নিয়মিত আয়ের সুবিধা এবং দ্বিতীয় বিকল্পটি হল ফ্লেক্সিবল আয়ের সুবিধা। এলআইসির এই বীমায় পলিসিধারকদের নূন্যতম পাঁচ লক্ষ টাকার বীমা করতে হবে। সর্বাধিক মৌলিক বিমান পরিমাণের কোন সীমা না থাকলেও, পাঁচ লক্ষ টাকার বেশি বীমা করতেই হবে যদি আপনাকে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হয়। এই পলিসিতে প্রিমিয়াম প্রদানের মেয়াদ ৫ থেকে ১৬ বছরের মধ্যে হবে। এছাড়াও আপনারা আজীবন রিটার্ন পেতে পারবেন এই প্রকল্পে।
আপনি যদি এই পলিসি কিনতে চান তাহলে আপনার বয়স হতে হবে ৯০ দিন থেকে ৬৫ বছরের মধ্যে। সর্বনিম্ন প্রিমিয়াম পেমেন্টের সময় কাল হবে ৫ বছর এবং সর্বোচ্চ মেয়াদ হবে ১৬ বছর। এলআইসির এই পলিসিতে বিনিয়োগকারী একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রতি বছর পাবেন। ফ্লেক্সি আয়ের সুবিধার উপরে বার্ষিক ৫.৫ শতাংশ সুদ দিয়ে থাকবে এলআইসি। এই প্লানের সাথে পলিসিধারিরা পেয়ে যাবেন জীবন বীমার সমস্ত সুবিধা। এর সাথেই থাকবে ডেথ কভারও।