LIC-তে বিনিয়োগ করলে প্রতি মাসে পাবেন ১২ হাজার টাকা করে পেনশন, জানুন নতুন প্রকল্পের ব্যাপারে

ভারতীয় জীবন বিমা নিগম তাদের গ্রাহকদের জন্য একটা এমন পলিসি নিয়ে এসেছে যাতে করে এই মুহূর্তে ভারতের গ্রাহকরা সামান্য কিছু টাকা বিনিয়োগ করে খুব সহজে নিজেদের বৃদ্ধ ব্যবস্থায় টাকা সংস্থান…

Avatar

ভারতীয় জীবন বিমা নিগম তাদের গ্রাহকদের জন্য একটা এমন পলিসি নিয়ে এসেছে যাতে করে এই মুহূর্তে ভারতের গ্রাহকরা সামান্য কিছু টাকা বিনিয়োগ করে খুব সহজে নিজেদের বৃদ্ধ ব্যবস্থায় টাকা সংস্থান করে ফেলতে পারবেন। নিজের বৃদ্ধ অবস্থায় কোন রকম ভাবেই অসুবিধায় পড়তে হবে না। প্রত্যেক মাসে পাওয়া যাবে পেনশন, এবং তার সাথেই থাকবে গ্যারান্টি রিটার্ন। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছে সরল পেনশন যোজনা।

এলআইসির এই পেনশন যোজনা অনুযায়ী যদি কোন ব্যক্তি যদি ৪২ বছর বয়সে এই যোজনায় ৩০ লক্ষ টাকা নিবেশ করেন তাহলে ৬০ বছর পরে সেই ব্যক্তি একটা গ্যারান্টি রিটার্ন পেয়ে যাবেন এবং প্রতি মাসে ১২,৩৮৮ পেনশন পেয়ে যাবেন তাও আবার এলআইসি তরফ থেকে। আপনারা ৪০ বছর বয়স থেকে ৮০ বছর বয়স পর্যন্ত পলিসি কিনতে পারেন এবং বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারেন।

কোন কোন ধরনের পলিসি নিতে পারেন?

১. প্রথমটি হলো সিঙ্গেল লাইফ পলিসি। এই পলিসি কেবলমাত্র একজনের নামে থাকবে এবং যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকবেন, তিনি প্রিমিয়ামের টাকা প্রতিমাসে পেনশন হিসেবে পেতে থাকবেন। তার মৃত্যুর পরে প্রিমিয়াম এর পুরো টাকা চলে যাবে তার নমিনির কাছে।

২. জয়েন্ট লাইফ পেনশন পলিসি। এখানে স্বামী স্ত্রী একসাথে পলিসি গ্রহণ করতে পারেন এবং যতদিন পর্যন্ত প্রাইমারি পলিসি গ্রাহক বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তারা প্রিমিয়ামের টাকা পেনশন হিসেবে পাবেন। প্রাইমারি পলিসি গ্রাহকের মৃত্যু হলে এই পুরো টাকা চলে যাবে নমিনীর কাছে।