নিউজদেশ

LIC Saral Pension Yojona: মাত্র একবার বিনিয়োগ করে মাসিক ১২,৩৮৮ টাকার পেনশন পাবেন, জানুন কিভাবে

LIC এর এই স্কিমে টাকা বিনিয়োগ করে আজীবন পেনশন পেতে পারবেন

Advertisement

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে প্রায় প্রত্যেক মানুষ চেষ্টা করেন সামান্য অতিরিক্ত উপার্জনের জন্য। পরিবারের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করতে হয় বাড়ির কর্তাকে। তবে আপনি যদি বিকল্প উপার্জনের পথ খুঁজছেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। আজ আপনাদের এমন একটি নিরাপদ বিনিয়োগের পরিকল্পনা জানাবো যাতে ঝুঁকি অনেকটাই কম এবং লাভ অনেক বেশি। আপনি যদি ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে চান তাহলে আপনার কাছে বেস্ট অপশন এলআইসির নতুন স্কিম। স্কিম সম্বন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

LIC এর সরল পেনশন যোজনা

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি আপনাকে সর্বদা সঞ্চয় এবং সুরক্ষার গ্যারান্টি দিয়ে থাকে। সম্প্রতি এলআইসি এমন একটি গ্র্যান্ড স্কিম এনেছে যাতে অবসর গ্রহণের পর থেকে আজীবন পেনশন পাবেন আপনি। এই স্কিমে এককালীন টাকা বিনিয়োগের পর মাসে মাসে ১২,০০০ টাকার পেনশন পাবেন আপনি। আসলে আজকের এই প্রতিবেদনে LIC এর সরল পেনশন যোজনার কথা বলা হচ্ছে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

মাসে পাবেন ১২ হাজার টাকায় পেনশন

LIC এর সরল পেনশন যোজনার অধীনে যদি কোনো ব্যক্তি সরকারী বা বেসরকারী চাকরিতে নিযুক্ত থাকেন, তাহলে সে গ্রাচুটির টাকা বিনিয়োগ করে আজীবন পেনশন পেতে পারবেন। এই স্কিমে ৪০ বছরের বেশি ও ৮০ বছরের কম বয়সের মানুষরা বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে ১ মাস, ৩ মাস, ৬ মাস বা ১ বছরের হিসাব অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন। এই LIC এর স্কিম অনুযায়ী, একজন নাগরিক যদি ৪২ বছর বয়সে ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি মাসিক ১২,৩৮৮ টাকার পেনশন পাবেন। আপনি যদি নিজের মত করে অবসর জীবন কাটাতে চান, তাহলে অবশ্যই LIC এর সরল পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারেন।

Related Articles

Back to top button