আজকাল মানুষ একসাথে অনেকগুলি প্রকল্পে একসাথে টাকা বিনিয়োগ করে থাকে। একসাথেই ব্যাংক একাউন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবে টাকা কেটে নেওয়া হয় এবং মানুষও স্বস্তিতে থাকেন। অনেক সময় আবার কোন স্কিম পরিপক্ক হয়ে গেলে সেটা মানুষ জানেন না। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি দীর্ঘ সময়ের জন্য টাকা ক্লেম না করা হয়, তাহলে সেটাকে আনক্লেমড এমাউন্ট হিসেবে চিহ্নিত করে দেয় সেই সংস্থা। অনেক সময় আবার পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে গেলে নমিনি সেই টাকা ক্লেম করেন না। সেক্ষেত্রেও ট্রিটমেন্ট একই রকম করে থাকে বেশ কিছু সংস্থা।
এই পরিস্থিতিতে দেশের সবথেকে বড় ইন্সুরেন্স কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন ওরফে এলআইসি বেশ কিছু দিন আগে এই সম্পর্কে একটি নতুন বিবৃতি জানিয়েছে। এলআইসি জানিয়েছে এখনো পর্যন্ত তাদের কাছে কোটি কোটি টাকা এমন জমা রয়েছে যার কোন দাবিদার নেই। এলআইসি যখন নিজেদের আইপিও নিয়ে এসেছিল সেই সময়ে এর ব্যাপারে জানিয়েছিল। তবে তা নিয়ে চিন্তার কোন কারণ নেই। এলআইসি এমনিতেই পলিসি ধারক এবং তার নমিনিদের এই সুবিধা দিয়ে থাকে যাতে তারা অনলাইন এই ডেথ ক্লেম থেকে শুরু করে ম্যাচিউরিটি ক্লেম এবং রিফান্ড পেয়ে যান। সমস্ত ধরনের টাকা অনলাইনে চেক করতে পারেন পলিসি ধারক এবং নমিনীরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এর পদ্ধতি কি।
কিভাবে করবেন চেক?
দাবিহীন টাকার পরিমাণ চেক করতে আপনাকে এলআই সির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে দেওয়া বিকল্পের মধ্যে পলিসি হোল্ডারের দাবিহীন টাকার অ্যামাউন্টে যেতে হবে। সেখানে ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলবে যেখানে আপনাকে পলিসি নম্বর পলিসি ধারকের নাম জন্মতারিখ এবং প্যান কার্ড নম্বর এন্টার করতে হবে। এই তথ্য দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার যদি এলআইসিতে টাকা দেওয়া থাকে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি দাবি করা টাকার পরিমান দেখতে পাবেন।
কিভাবে দাবি করবেন টাকা?
চেক করার পরে আপনি যদি দেখেন এলআইসি একাউন্টে অনেকটা দাবিহীন টাকা রয়ে গিয়েছে, তাহলে আপনাকে এই টাকা দাবি করার জন্য আপনার বাড়ির কাছের এলআইসির নির্দিষ্ট অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে প্রথমে আবেদন করতে হবে এবং এর সাথে আপনাকে নিজের কেওয়াইসি দিতে হবে। এছাড়াও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে সেই একাউন্টের পরিপ্রেক্ষিতে। এই সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরে কয়েক দিনের মধ্যেই এলআইসি থেকে বকেয়া অর্থ আপনার একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আপনার টাকা পলিসি সাথে লিঙ্ক করা ব্যাংক একাউন্ট নম্বরে পাঠানো হবে।
Martin Ødegaard’s injury update has left Arsenal and Norway fans buzzing with concern after a…
Apple has officially confirmed a jaw-dropping alliance with OpenAI, and fans are calling it one…
Glen Powell, the rising Hollywood star, is set to host “Saturday Night Live” for the…
Oscar-winning actress Michelle Yeoh will be honored with the Honorary Golden Bear at the 2026…
Pop superstar Ed Sheeran has made a remarkable gesture for music education in Northern Ireland.…
Alice Rosenblum made headlines this week after attempting to accuse basketball star Bronny James of…