লকডাউন তুলকরোনা আবহে লকডাউন তুলে নেওয়ার ফল যে কতটা ভয়াবহ হতে পারে তা ইতিমধ্যেই জেনে গেছে বিশ্বের ১৫টি দেশ। তবে সেই পরিস্থিতি দেখেও শিক্ষা নেয়নি ভারত। চলছে পঞ্চম দফার লকডাউন বা আনলক ১। খুলে গেছে অধিকাংশ দোকান, শপিংমল ও ধর্মীয় স্থানগুলি। দেশজুড়ে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা, এই অবস্থায় যদি লকডাউন সম্পূর্ণ তুলে নেওয়া হয় তবে করোনার সেকেন্ড ওয়েবের সম্মুখীন হবে গোটা দেশবাসী। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সমীক্ষায়। ইতিমধ্যেই ১৫টি দেশ এই পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
উল্লেখযোগ্য, রিসার্চ ফার্ম নমুরা জানিয়েছে বিশ্বের সমস্ত করোনা আক্রান্ত দেশগুলিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যথা- অন ট্র্যাক, ওয়ার্নিং সাইন ও ডেঞ্জার জোন। সেইদিক থেকে ভারত এখন ডেঞ্জার জোনে রয়েছে। শুধু ভারতই নয় এই ক্যাটাগরিতে রয়েছে পাকিস্তান, চিলি ও ইন্দোনেশিয়া থেকে শুরু করে উন্নত অর্থনৈতিক কাঠামোর সুইডেন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা ও কানাডার মতো দেশগুলি। অন্যদিকে অন ট্র্যাকে রয়েছে ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া। এছাড়াও বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
তবে ভারতকে বারবার সাবধান করে বলা হচ্ছে যে লকডাউন তুললেই করোনার দ্বিতীয় ধাক্কায় সব শেষ হয়ে যাবে। এর ফল হবে আগের চেয়েও ভয়ানক। তাই এই পরিস্থিতিতে লকডাউন না তোলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। নতুন আক্রান্ত ও মৃত্যুর ফলে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩ জন। যারমধ্যে অ্যাক্টিভ রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন।