হায়দ্রাবাদের মতোই এনকাউন্টার করে মারা হোক অপরাধীদের, দাবি উন্নাও কান্ডে নির্যাতিতার বাবার
গত বৃহস্পতিবার ভোরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় উন্নাও কান্ডের নির্যাতিতাকে। প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়া নির্যাতিতা তরুণীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটে লড়াই ছেড়ে ইহলোক ত্যাগ করেন নির্যাতিতা তরুণী। তার উপর হওয়া গণধর্ষণের ঘটনায় যুক্ত জামিনে ছাড়া পাওয়া দুই ব্যক্তি সহ ৫ জন তার উপর হামলা চালায় বলে মৃত্যুকালীন জবানবন্দিতে জানায় সেই তরুণী।
উন্নাও কান্ডে নির্যাতিতার বাবা আজ সংবাদমাধ্যমের কাছে জানান, হায়দ্রাবাদের মতোই এনকাউন্টার করে মারা হোক অপরাধীদের। প্রসঙ্গত, আজ সকাল ১০ টায় সফদরজং হাসপাতালের তিন চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত হওয়ার কথা তরুণীর। সেই সময় তদন্তকারী পুলিশ অফিসারদেরও সেখানে উপস্থিত হওয়ার কথা। তদন্তের স্বার্থে তরুণীর দেহাংশ সংগ্রহ করতে পারে পুলিশ, সূত্র মারফত এমনটাই জানা গেছে।