ত্বক থেকে চুলের যে কোনও সমস্যার সমাধান রয়েছে লিকার চা-এ!

Advertisement

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ঘুম থেকে উঠে এককাপ গরম চা না খেলে অনেকের দিন শুরুই হয় না। অনেকের তো আবার দিনে বেশ কয়েককাপ চা না হলে চলেই না। তবে সেটা লিকার চা হলেই ভালো হয়। কারণ দুধ চা এর থেকে লিকার চাতেই আছে বেশি উপকারী উপাদান। জেনে নিন লিকার চা এর এমনই কিছু উপকার-

Advertisement

১. চোখের নীচের ডার্ক সার্কেল দূর করতেঃ আপনার চোখের নীচে কালি পড়ছে? অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছেন? চা পাতা দিয়ে সহজেই আপনি আপনার চোখের নীচের ডার্ক সার্কেল দূর করতে পারেন। চা পাতায় আছে ক্যাফেইন, আর ট্যানিন। তাই চোখের ফোলা ভাব ও ডার্ক সার্কেল দূর করতে একটি টি ব্যাগ নিয়ে ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখুন। তারপর ১০ মিনিট চোখের ওপর রাখুন। এতে ফোলা ভাব ও ডার্ক সার্কেল দুটোয় কমে যাবে।

Advertisement

২. ত্বকের কালো দাগ কমাতেঃ নিয়মিত রোদে ঘুরে ঘুরে আপনার ত্বক কালো হয়ে যাচ্ছে? কিছুতেই উঠছে না সেই ছাপ? চিন্তার কিছু নেই। চায়ের কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বকে চেপে ধরে রাখুন কিছুক্ষণ। নিয়মিত করতে থাকুন এটা, দেখবেন ত্বকের কালো ছোপ উঠে গেছে।

Advertisement

৩. ত্বক ঝকঝকে ও টোনড করতেঃ চায়ের লিকারে লেবুর রস মিশিয়ে ত্বকে ছিটিয়ে নিন। এটি খুব ভালো টোনারের কাজ করবে। ত্বকের তেলতেলে ভাব দূর করবে। ব্যবহার করা টি-ব্যাগ শুকিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন। এতে ত্বক ঝকঝকে হবে।

৪. চুলের জন্যঃ শ্যাম্পু করার পর ভাল করে চুল ধুয়ে সব শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন। চুল মসৃণ হবে।

Recent Posts