আজ, বুধবার বহু প্রতীক্ষিত এবং বহুচর্চিত বাবরি মসজিদ ধ্বংসের রায় বের হবে। দীর্ঘ ২৮ বছর ধরে চলা এই মামলার নিষ্পত্তি আজ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মূল অভিযুক্ত বত্রিশ জন। সঙ্গে আরও লাখো অজ্ঞাতপরিচয় করসেবক। তবে ২৮ বছর ধরে এই মামলা চলায় ইতিমধ্যেই ১৬ জন অভিযুক্ত প্রয়াত হয়েছেন। অযোধ্যা জমি বিতর্কে সুপ্রিম কোর্টের রায়ের কোনও প্রভাব এই মামলায় পড়ে কিনা, তা নিয়েই এখন পর্যালোচনা হচ্ছে বিভিন্ন মহলে।
দেখে নিন এবার এই মামলার রায়ের LIVE UPDATE:
বেলা ১২.২৪ মিনিট: ৩২ জন মূল অভিযুক্তকে কার্যত বেকুসুর খালাস করে দিল লখনউ সিবিআই আদালত
বেলা ১২.১৯ মিনিট: বিচারক রায় পড়তে শুরু করেছেন।
বেলা ১২.২১ মিনিট: প্রথম অংশের রায় পড়ে তিনি জানিয়েছেন, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না।
বেলা ১২.০০ মিনিট: ২৬ জন অভিযুক্তকে তালিকা মিলিয়ে প্রবেশ করানো হয়েছে আদালতে। যে ৬জন আদালতে উপস্থিত হতে পারেননি, তারা যাতে রায় ঘোষণার সময় উপস্থিত থাকেন, তার জন্য একটি মনিটরের সাহায্যে ভিডিও কনফারেন্সেরর ব্যবস্থা করা হয়েছে।
সকাল ১১.৩০ মিনিট: আদালত কক্ষে পৌঁছেছেন ২৬ অভিযুক্ত। উপস্থিত হননি ৬ অভিযুক্ত।
সকাল ১১.০০ মিনিট: লখনৌ সিবিআই আদালতে পৌঁছালেন বিচারপতি।