মুম্বাই : ৫ ই নভেম্বর পশ্চিম রেলওয়ের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতীয় রেলওয়ে মুম্বইবাসীদের জন্য উপহার হিসেবে নিয়ে এলো ‘উত্তম রেক’ নামে উন্নতমানের লোকাল ট্রেন। লোকাল ট্রেনগুলিতে যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য দেশের আধুনিকতম লোকাল ট্রেন ‘উত্তম রেক’ ।
আজ, বৃহস্পতিবার থেকে এই ট্রেন পশ্চিম শাখায় পরিষেবা দেওয়া শুরু করেছে। চর্চাগেট ভিরারার পর্যন্ত এই ট্রেনটি প্রথম প্রথম দিনে ১০ বার চলাচল করবে। যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্য বয়ে আনতে এই রেকগুলিতে রয়েছে যুগোপযোগী উন্নত ধরণের ব্যবস্থা।
এই ট্রেনটির সকল কোচে রয়েছে সিসিটিভি নজরদারি এবং চুরি রোধ করার জন্য রয়েছে অ্যান্টি ডেন্ট পার্টিশন। ঐতিহ্যবাহী আপদকালীন চেনের জায়গায় রয়েছে বৈদ্যুতিকভাবে চালিত লাল রঙের অ্যালার্ম সুইচ। মোবাইল এবং ল্যাপটপ চার্জ করার সুবিধাগুলির পাশাপাশি কোচগুলিতে বৃদ্ধি পেয়েছে পাখার সংখ্যা।
আরও পড়ুন : ১৪৫ কিমি বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’
যাত্রীদের কথা ভেবেই দুপাশের আসনের মাঝে রাখা হয়েছে অনেকটা ফাঁক এবং জুতোর ঘর্ষণের ফলে রঙের বিবর্ণ এড়াতে সমস্ত যাত্রী আসনের কাছাকাছি রয়েছে স্টেইনলেস স্টিলের প্রতিরক্ষামূলক প্লেট।তবে এই ‘উত্তম রেক’ এ শারীরিক ভাবে প্রতিবন্ধীদের জন্য কোনো র্যাম্পের সুবিধা রাখা হয় নি।
পশ্চিম রেলের সিপিআরও রবীন্দ্র ভাকর জানান যে, দক্ষিণ কেন্দ্রীয় রেলওয়ে এবং পশ্চিম রেলওয়ে উভয়ের মিলিত প্রচেষ্টায় চেন্নাই এর কোচ কারখানায় তৈরী হয়েছে এই নতুন কোচটি।