নিউজ

Local Trains Cancelled: ১২ দিন বাতিল হাওড়া শিয়ালদহ ডিভিশনের অনেক লোকাল ট্রেন, ঘুরপথে যাবে এক্সপ্রেস ট্রেনও

বারুইপুর ও চন্দননগর শাখার মধ্যে চতুর্থ লাইনে কাজ চলবে

Advertisement

Advertisement

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। এবার বারুইপুর ও চন্দননগর শাখার মধ্যে চতুর্থ লাইন সংক্রান্ত বিভিন্ন কাজ চলবে। তাই আগামী সোমবার অর্থাৎ ৭ নভেম্বর থেকে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হবে। লোকাল ট্রেন ছাড়াও বিভিন্ন এক্সপ্রেস ট্রেন এই কাজের জন্য বাতিল থাকতে পারে। এই প্রতিবেদনে দেখে নিন বাতিল ট্রেনের সমস্ত তালিকা।

Advertisement

আগামী সোমবার থেকে ১২ দিন হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি দূরপাল্লার ট্রেন ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ১০ থেকে ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল। ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল লোকাল ট্রেনগুলি হল: হাওড়া-বর্ধমান লোকাল: ৩৬৮১১, হাওড়া-চন্দনপুর লোকাল: ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫ এবং ৩৬০৩৭, বর্ধমান-হাওড়া লোকাল: ৩৬৮১২, চন্দনপুর-হাওড়া লোকাল: ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬ এবং ৩৬০৩৮।

Advertisement

১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল ট্রেনের তালিকা:

Advertisement

১) হাওড়া-মসাগ্রাম লোকাল: ৩৬০৮১ (রবিবার ছাড়া), ৩৬০৮৩ (শনিবার ছাড়া), ৩৬০৮৫ এবং ৩৬০৮৭।
২) হাওড়া-বারুইপাড়া লোকাল: ৩৬০১১ (রবিবার ছাড়া)।
৩) হাওড়া-গুড়াপ লোকাল: ৩৬০৭১।
৪) শিয়ালদা-বারুইপাড়া লোকাল: ৩২৪১১ এবং ৩২৪১৩।
৫) মসাগ্রাম-হাওড়া লোকাল: ৩৬০৮২ (রবিবার ছাড়া), ৩৬০৮৪ (শনিবার ছাড়া), ৩৬০৮৬ এবং ৩৬০৮৮।
৬) বারুইপাড়া-হাওড়া লোকাল: ৩৬০১২ (শনিবার ছাড়া)।
৭) বারুইপাড়া-শিয়ালদা লোকাল: ৩২৪১২ এবং ৩২৪১৪।
৮) গুড়াপ-হাওড়া লোকাল: ৩৬০৭২।

৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর কোন মেল ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে?

১) ১২৩৭০ ডাউন দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ৮ নভেম্বর, ৯ নভেম্বর, ১২ নভেম্বর, ১৩ নভেম্বর এবং ১৬ নভেম্বর)।
২) ১২৩২৮ ডাউন দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১১ নভেম্বর)।
৩) ১৫২৭২ ডাউন মুজফ্ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ৯ নভেম্বর এবং ১৬ নভেম্বর)।
৪) ১৫২৩৬ ডাউন দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১২ নভেম্বর)।
৫) ১৩১৪৮ ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১৬ নভেম্বর)।