আগের ৩ দফার লকডাউনে ছিল প্রচুর বিধিনিষেধ। তবে লকডাউন ৪.০ আসবে একেবারে নতুন স্টাইলে। প্রধানমন্ত্রী ভাষণের দিন বলেছিলেন লকডাউন ৪.০ মিলবে বেশ কিছু শিথিলতা। সূত্রের খবর অনুযায়ী এবার পরিবহন ব্যবস্থার উপর জোর দেওয়া হবে বেশি। তাই ইতিমধ্যেই রাস্তায় বাস, ট্যাক্সি, ক্যাব চালুর অনুমতি মিলেছে। তবে অবশ্যই থাকছে বিধিনিষেধ।
সূত্রের খবর অনুযায়ী বেসরকারি ও মিনিবাসে যাত্রী সংখ্যা ২০-র বেশি থাকবে না। ট্যাক্সিতে ড্রাইভার ছাড়া দুজন যাত্রী নিয়ে যেতে পারবে। এই পরিবহন ব্যবস্থা চলবে নন কন্টেনমেন্ট জোনে। রাজ্য সরকারগুলি তাদের এলাকার হটস্পটগুলি চিহ্নিত করার সাথেই কিভাবে কোন ক্ষেত্রে কতটা ছাড় দেওয়া যাবে , সেটাও ঠিক করবে রাজ্য সরকারগুলি।
এবারের লকডাউনে অত্যাবশ্যকীয় পন্যান্য পণ্য হোম ডেলিভারির ক্ষেত্রেও ছাড় মিলতে পারে বলে সূত্রের খবর। পরিস্থিতির উপরে বিচার করে আন্তঃরাজ্য বাস বা বিমান পরিষেবা ও চলতে পারে বলে জানা গেছে। কিন্তু সেক্ষেত্রে যাত্রীদের ট্রাভেল পাস দেখতে হবে। কিন্তু হটস্পট এলাকা যেখানে ক্রমেই সংক্রমণ বাড়ছে, সেখানে কোনো পরিষেবাই শুরু হবে না। যেমন মহারাষ্ট্র, দেশের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে। তাই সেখানে কোনো পরিষেবা দ্রুত চালু নাও হতে পারে।