কাল থেকে রাজ্যজুড়ে লকডাউন, দেখুন এক নজরে সাধারণ মানুষেরা কী কী পরিষেবা পাবেন

কলকাতা সহ সমগ্র রাজ্য লকডাউন করার ঘোষণা করা হলো। আগামীকাল বিকেল ৪ টে থেকে লকডাউন থাকবে সমগ্র রাজ্য। ২৭ মার্চ পর্যন্ত চলবে এই লকডাউন বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোরোনা ভাইরাস সংক্রান্ত বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে আগামীকাল বিকেল ৪ টে থেকে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যে লকডাউন করা হলো।

সরকারের তরফে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে বিশেষ দরকার না থাকলে কেউ যেন বাইরে না বেরোন। এই সময়ে বাস, ট্যাক্সি, অটো সবই বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ চালু থাকবে বলে জানানো হয়েছে। চালু থাকবে এটিএম গুলি। মাছ, মাংস, সবজি সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সব বাজার খোলা থাকবে। ওষুধ, পানীয় জল, ডেয়ারী খোলা থাকবে।