গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশ জুড়ে পালিত হয়েছে জনতা কারফিউ। করোনা সংক্রমণ এড়াতে রাজ্য সরকারের তরফ থেকেও গতকাল জানিয়ে দেওয়া হয়েছে আজ অর্থাৎ ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে লক ডাউন করা হবে সমগ্র রাজ্য। এখনও পর্যন্ত দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫। মৃত্যু হয়েছে ৮ জনের। ক্রমশই বেড়ে চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা তাই দেশের অনেক শহরই হয়ে গিয়েছে লক ডাউন।
ইতিমধ্যে নবান্নের তরফে রাজ্যে লক ডাউন ঘোষণা করার পরই বেজায় সংকটে পড়ে গিয়েছে রাজ্যবাসী। যারা কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে কলকাতায় বসবাস করেন তাদের বাড়ি ফিরতে গিয়ে সংকটে পড়তে হয়েছে। গোটা ট্রেন পরিষেবা বন্ধ রাখার দরুন বাস একমাত্র ভরসা। কিন্তু প্রতিদিনের মত এদিন চোখে পড়েনি বাসের সংখ্যা। বেসরকারি বাস প্রায় দেখা যায়নি। সরকারি কয়েকটি বাস চললেও তাতে মানুষ বাড়ি ফিরছে বাদুড় ঝোলা হয়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বাস পাওয়ার জন্য কারন বাড়ি ফিরতে সোমবার সকাল টুকুই ভরসা। যার জেরে বেড়েছে ভিড়।
এমন চিত্র এদিন সোমবার দেখা গিয়েছে ধর্মতলা চত্বরে। তাই নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভিড় বা জমায়েত না করার পরামর্শ দেওয়া হলেও এদিন ধর্মতলার এমন চিত্র দেখে লক ডাউনের পর তা কতটা কার্যকর তা নিয়ে উঠছে প্রশ্ন।