Today Trending Newsদেশনিউজ

লকডাউন মেনে চলছেন না বাংলার মানুষ, রাজ্যকে চিঠি কেন্দ্রের

Advertisement

ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনা নামক মারণ ভাইরাস দ্বারা জর্জরিত গোটা বিশ্ব। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে লকডাউনই যে একমাত্র ভরসা সংক্রমণ হ্রাস করার, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় সরকারসহ বহু রাজ্যের সরকারও। সেইমতো দেশজুড়ে লকডাউন ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী।

তবে সেই লকডাউন মেনে চলছেন না পশ্চিমবঙ্গের মানুষ, এমনটাই অভিযোগ উঠলো এবার। এই পরিস্থিতিতে লকডাউনের নিয়ম যাতে রাজ্যে কঠোরভাবে মানা হয় সেই আদেশ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এই নিয়ে তৃতীয়বার আরও একটি চিঠি দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব এবং পুলিশের মহা নির্দেশককে।

জানা গেছে কেন্দ্রের তরফ থেকে ওই চিঠিতে লেখা হয়েছে যে, “লকডাউন যাতে ঠিকঠাক ভাবে মেনে চলা হয় তার জন্যে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যে অনুরোধ করা হচ্ছে। জেলা কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংস্থাগুলিকে যেন সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

প্রসঙ্গত, শিলিগুড়ি, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে লকডাউন না মানার দৃশ্য সামনে এসেছে, সেই পরিপ্রেক্ষিতেই এবার কড়া নির্দেশ দিলো কেন্দ্রীয় সরকার।

Related Articles

Back to top button