দেশনিউজ

সংক্রমণ রুখতে ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল এই রাজ্য

Advertisement

ফের লকডাউনের মেয়াদ বাড়াল হিমাচল প্রদেশ। ৩১ মে থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হল। ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এই পাহাড়ি রাজ্যে। দেশের বাকি রাজ্যগুলিতে যখন লকডাউন শিথিল করছে, ঠিক তার আগেই ফের লকডাউন বাড়াল হিমাচল প্রদেশ।

এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২১৪। তাদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন আর বাকি ৫ জন মারা গেছে। হামিরপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এক চতুর্থ৷ হামিরপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩, সোলানে ২১৷ তাই রাজ্যবাসীর ভালোর জন্য আর সংক্রমণ এড়ানোর জন্য হিমাচল প্রদেশের রাজ্য সরকার জয় রাম ঠাকুর ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল।

এদিকে প্রতিদিনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে রেকর্ড বাড়ছে। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজারের বেশি। আর কয়েকদিনের মধ্যে এই সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে যাবে। মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

Related Articles

Back to top button