বাংলায় লকডাউনের সময়সীমা বাড়ানো হল। ৩০ জুন পর্যন্ত বাংলায় লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। রাজ্য বর্তমানে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বৈঠকে জানিয়েছেন, আগামী ১০ জুন পর্যন্ত ভিন রাজ্য থেকে অনেকগুলি ট্রেন আসবে। প্রায় দশ লক্ষের বেশি মানুষ ঢুকবে। ফলে সতর্কতা বজায় রাখতেই হবে।
আজ থেকে আনলক ১ শুরু হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে মানা হচ্ছে বিশেষ বিধিনিষেধ। কেন্দ্রের নির্দেশ মতোই আজ থেকে সব শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান খুলেছে। বাংলাতেও আজ শপিং মল, রেস্তোরা খুলে গেছে। কিন্তু বিশেষ সতর্কতা মানা হচ্ছে। সে ছবিই দেখা গিয়েছে। কেন্দ্রের নির্দেশিকাতে করোনা হটস্পট এলাকাগুলিতে লকডাউন জারি থাকবে। আর কনটেনমেন্ট জোনগুলিতে জরুরি পরিষেবা ছাড়া কিছু চালু থাকবে না।
বিস্তারিত আসছে, সঙ্গে থাকুন।