লন্ডন: দীর্ঘ লকডাউনের সামাল দেওয়া সম্ভব হয়নি মারণ রোগ করোনা। লকডাউন উঠতে না উঠেতেই আরো একবার ব্রিটেনে বেড়েছে করোনার বাড়বাড়ন্ত। তাই ফের পরিস্থিতিতে নাগালের বাইরে যাওয়ার আগেই রাশ টানতে লকডাউনের কথা ভাবছে ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসের দ্বিতীয় আক্রমণ সামলাতে আবারও লকডাউনের কথা জানিয়েছেন। পাশাপাশি শপিং মল, বার ও রেস্তোরাঁর উপরেও জারি করবেন নতুন নিষেধাজ্ঞা। গত এক দিনে ব্রিটেনে একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার।
রবিন জনসন জানিয়েছেন, সোমবার দেশের সিনিয়র চিকিত্সকরা সতর্কতা জারি করে জানান, দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা। এখনই সঠিক পদক্ষেপ না করলে আগামী সপ্তাহে মৃতের সংখ্যা ভয়াবহ আকার নেবে।” করোনা আক্রান্তের দিক থেকে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
আর বিগত দুই সপ্তাহ ধরেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৫৩১ ও ৩৬ হাজার ৩০৩ জন। প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৭৪ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৪ লক্ষ ৫৫ হাজার জন।
অন্যদিকে সংক্রমণ আর এসবের মাঝেই এ বার আমেরিকাকেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বে এক নম্বর স্থান নিয়েছে ভারত। করোনা সংক্রমণে এখন ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন। মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১।