আন্তর্জাতিকনিউজ

লকডাউনে আপত্তি ইমরানের, অগ্রাহ্য করেই লকডাউন করা হল সিন্ধু

Advertisement

করোনার প্রবল দাপটে লক ডাউন হয়ে গিয়েছে ভারত। সমস্ত যান চলাচল পরিষেবা বন্ধ রয়েছে। তবে জরুরি কয়েকটি ক্ষেত্রে পরিষেবা চালু রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন গত ২৪ মার্চ। সমগ্র দেশ জুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি ঠেকাতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। এবার একই পথে হাটলেন পাকিস্তানের সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।

রবিবার রাজ্য জুড়ে লক ডাউন ঘোষণা করেছেন তিনি তার রাজ্যে। তিনি তার বিবৃতিতে জানিয়েছেন, সমগ্র সিন্ধু রাজ্যে সরকারি ও বেসরকারি ভ্রমণ ও সফর, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং জমায়েত সম্পুর্ন ভাবে নিষিদ্ধ। তিনি তার রাজ্যে আগামী ১৫ দিনের লক ডাউন ঘোষণা করেছেন। তবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দেশ জুড়ে লক ডাউনে প্রবল আপত্তি। তার মতে, দেশ জুড়ে লক ডাউন করা হলে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে।

দিন আনা দিন খাওয়া মানুষেরা প্রবল দারিদ্র্য ও আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। সূত্রের খবর, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে পাকিস্তানে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০৩৭ জন। বালুচিস্তানে ১১৪, খাইবার পাখতুনখোয়াতে ১১৭, গিলগিট-বাল্টিস্তানে ৮০, ইসলামাবাদে ১৫ এবং সিন্ধুতে ৪১৩ জন আক্রান্ত কোভিড-১৯ এর দ্বারা।

Related Articles

Back to top button