দেশনিউজ

ভারতের যে যে রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউন, জানুন

সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৪ টি রাজ্য।

Advertisement

দেশে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের বেশি হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের বেশি হয়েছে। এই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৪ টি রাজ্য। যে ৪ রাজ্যে লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে, সেই রাজ্যগুলি হল- তামিলনাড়ু, অসম, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ। 

তামিলনাড়ু – গত একদিনে তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৪৫ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬২২ জন। গত রবিবার এই রাজ্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিল। আবার গত শুক্রবার চেন্নাইয়ে সম্পূর্ণ লকডাউন ছিল। এবার পুরো রাজ্য আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

অসম – কামরূপ শহরে আগামী ২৮ জুন থেকে টানা ১৪ দিন লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গুয়াহাটি শহর ও আছে। এই সময় প্রথম ৭ দিন কোনও মুদির দোকান খুলবে না, কোনও সবজি ও সরবরাহ করা হবে না।

ঝাড়খন্ড – ঝাড়খণ্ডে করোনা পরিস্থিতি অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু তবুও এই রাজ্য আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।

পশ্চিমবঙ্গ- এই রাজ্যতেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কিছুতেই সংক্রমণ রোধ করা যাচ্ছে না। তাই ফের ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করল এই রাজ্য।

Related Articles

Back to top button