Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মধ্যে দারুন সুযোগ দিচ্ছে Jio, আসলো দুর্দান্ত প্ল্যান

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে তা আটকানোর একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বাড়িয়ে তোলা। এই উদ্দেশ্য সফল করতে বেশিরভাগ দেশেই ঘোষিত হয়েছে লকডাউন। ফলে বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয়…

Avatar

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে তা আটকানোর একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বাড়িয়ে তোলা। এই উদ্দেশ্য সফল করতে বেশিরভাগ দেশেই ঘোষিত হয়েছে লকডাউন। ফলে বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয় কাজ। যার জেরে ইন্টারনেট পরিষেবার ব্যবহার বেড়ে গেছে বহুগুণ। গ্রাহকদের এই সমস্যার সমাধান করতে বিভিন্ন টেলিকম সংস্থা এনেছে বিভিন্ন রিচার্জ প্ল্যান।

সেই পথেই হাঁটছে রিলায়েন্স জিও সংস্থা। তবে শুধুই ইন্টারনেট পরিষেবা নয় সাথে ভয়েস কলিং এবং এসএমএস এর সুবিধাও পাওয়া যাবে কিছু প্ল্যানে। ডেটার পরিমাণের ওপর ভিত্তি করে দুটি বিভাগে রিচার্জ প্ল্যান এনেছে এই কর্তৃপক্ষ। প্রথমটিতে দৈনিক ১.৫ জিবি এবং দ্বিতীয়টিতে দৈনিক ২ জিবি করে ডেটার সুবিধা পাওয়া যাবে। আসুন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দৈনিক ১.৫ জিবির প্ল্যানগুলি হলো –

১৯৯ টাকাঃ প্রতিদিন ১.৫ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট ননজিও কল + ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।

৩৯৯ টাকাঃ প্রতিদিন ১.৫ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট ননজিও কল + ১০০ এসএমএস। বৈধতা ৫৬ দিন।

৫৫৫ টাকাঃ প্রতিদিন ১.৫ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট ননজিও কল + ১০০ এসএমএস। বৈধতা ৮৪ দিন।

এছাড়াও প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধাযুক্ত দুটি প্ল্যান হলো –

২৪৯ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট ননজিও কল+ ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।

৪৪৪ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট ননজিও কল+ ১০০ এসএমএস। বৈধতা ৫৬ দিন।

About Author