ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউনে বন্ধ থাকতে পারে ব্যাঙ্কিং পরিষেবা, আগে ভাগে জেনে নিন বিস্তারিত

Advertisement

করোনার দাপট বাড়ছে বিশ্ব জুড়ে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। ভারতে এখনো পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। এমন বিপজ্জনক পরিস্থিতিতে লক ডাউন হয়ে গিয়েছে গোটা ভারতবর্ষ। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় গোটা দেশ তিন সপ্তাহের লক ডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন। সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, মেল, এক্সপ্রেস পরিষেবা বন্ধ রয়েছে।

এমন পরিস্থিতিতে মানুষের কপালে চিন্তার ভাজ আরও বাড়তে পারে। দেশে করোনা ভাইরাস আতঙ্কে বেশ কিছু প্রধান ঋণদাতা ও কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের কর্মচারীদের এই মারণ ভাইরাস সংক্রমণ থেকে এড়াতে বেশিরভাগ শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে, সরকারি ভাবে লক ডাউন সিদ্ধান্তে ব্যাঙ্ক বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি কারন ব্যাঙ্ক দৈনন্দিন জীবনে একটি জরুরি পরিষেবা। তবে বড় শহর গুলিতে পাঁচ কিলোমিটার পর পর একটি করে ব্যাঙ্কের শাখা খোলা থাকবে বলে জানা গিয়েছে। সরকারি কোনো ঘোষণা এবিষয়ে হয়নি।

গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষের ভরসা নগদ। তারা ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবায় অভ্যস্থ নয়। তাই ব্যাঙ্কগুলি গ্রামাঞ্চলের মানুষদের জন্য তাদের নগদ টাকার পরিষেবা দেবে। রাষ্ট্র পরিচালিত ব্যাঙ্কের এক প্রবীণ ব্যাঙ্ককর্মী জানিয়েছেন, গ্রামাঞ্চলে ব্যাঙ্কের শাখা খোলা থাকলে মানুষের কিছুটা ভিড় হবে। এবিষয়ে ব্যাঙ্কগুলি নিজেদের মধ্যে আলোচনা করছে।

Related Articles

Back to top button