Categories: দেশনিউজ

উত্তরপ্রদেশে নিজের সন্তানদেরই গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলেন মা, কারণ খতিয়ে দেখছে পুলিশ

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – উত্তরপ্রদেশের জেঘাংগিরাবাদের ভাদোহি জেলায় এক মা তার পাঁচ সন্তানকে গঙ্গার জলে ছুড়ে ফেলে দিলেন।জানাজানি হওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে পৌঁছয় এবং মা কে গ্রেফতার করা হয়। তবে পুলিশের তরফ থেকে জানা গেছে তিনি মানসিকভাবে প্রচন্ড বিধ্বস্ত হয়ে রয়েছেন।

Advertisement

তথ্য অনুযায়ী জানা গিয়েছিল, এই মহিলা এবং তার সন্তানেরা কোন রকম খাবার দাবার পাচ্ছিলেন না লকডাউনের সময়। দিন আনা দিন খাওয়া মজুর তারা। লকডাউন এর জন্য কাজও বন্ধ । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তাদের প্রথম কর্তব্য হলো আগের সন্তানদের উদ্ধার করা। তারপরে তারা বিষয়টির কারণ খতিয়ে দেখার চেষ্টা করবেন।

Advertisement

নতুন করে আশঙ্কার আঁচ উস্কে বেরিয়ে এল সত্য তথ্য। প্রথমে অনুমান করা হয় লকডাউনে খাবার না পেয়েই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই মহিলা। এরপর প্রাথমিক পুলিশি তদন্তে জানা গেল পারিবারিক অশান্তির জেরেই নাকি এমন কুকর্মের সাক্ষী হয়েছেন ওই মহিলা।

Advertisement

আরও জানা যায়, বেশ কয়েক বছর ধরেই উক্ত মহিলা মঞ্জু যাদবের সঙ্গে তার স্বামী মৃদুল যাদবের বনিবনা হচ্ছিল না যে কারনে সংসারে নিত্যদিন অশান্তি লেগেই থাকত, যার জেরেই এত বড় কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মঞ্জু।

দুর্ঘটনার পর মঞ্জুকে গঙ্গা থেকে উদ্ধার করা গেলেও, পাওয়া যায়নি তার পাঁচ সন্তানদের। একেবারে গঙ্গার পাশেই বাস করত এই যাদব পরিবার। স্থানীয় গঙ্গায় পুলিশি তরফে শিশুগুলির খোঁজ চলছে, যদিও আশার আলো খুবই ক্ষীন কারন, উত্তরপ্রদেশের ওই স্থানে গঙ্গানদী প্রচন্ড খরস্রোতা এবং তার গভীরতাও অন্যান্য স্থানের তুলনায় অনেক বেশি।

Recent Posts