Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মাঝেই দেশের সমস্ত SBI গ্রাহকদের জন্য বড় খবর নিয়ে হাজির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথরিটি

লকডাউনের মাঝেই আবার সুদের হার কমালো এসবিআই। এবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমালো দেশের বৃহত্তম ব্যাংক। এসবিআই এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমলো ২৫…

Avatar

লকডাউনের মাঝেই আবার সুদের হার কমালো এসবিআই। এবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমালো দেশের বৃহত্তম ব্যাংক। এসবিআই এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমলো ২৫ বেসিস পয়েন্ট।

এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ পাওয়া যাবে ২.৭৫ শতাংশ। এর সাথেই মার্জিন্যাল কস্ট বেসড লেন্ডিং রেট (MCLR) এও সুদের হার কমাচ্ছে এসবিআই। ৩৫ বেসিস পয়েন্ট কমছে এই সুদ। আগামী ১৫ই এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টের নতুন সুদের হার চালু হয়ে যাবে। MCLR এর নতুন সুদের হার চালু হবে ১০ই এপ্রিল থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

MCLR এর নতুন সুদ হবে ৭.৭৪ শতাংশ, যা আগে ছিল ৭.৭৫ শতাংশ। অর্থাৎ, ০.০১ শতাংশ সুদ কমবে MCLR এ। প্রসঙ্গত, ২০১৯-২০ আর্থিক বছরে এই নিয়ে ১১ বার কমলো এই MCLR. নতুন সুদের হার অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে যাই টাকা থাকুক না কেন এবার থেকে সেই টাকার বার্ষিক সুদ মিলবে ২.৭৫ শতাংশ হারে।

About Author