‘লকডাউন স্পেশাল’ প্ল্যান নিয়ে হাজির Jio, জানুন কী কী সুবিধা পাবেন
সেরা ৫ প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির Jio, জানুন পাবেন কী কী সুবিধা
লকডাউন আবহে পাঁচটি স্পেশাল প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করল Reliance Jio। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এই পাঁচটি প্ল্যানে যাঁরা অতিরিক্ত ডেটার জন্য ‘ডেটা ভাউচার’ কিনতে চান না কিন্তু যেকোনওদিন আনলিমিটেড ডেটা ব্যবহার করতে চান কোনও বিধিনিষেধ ছাড়া তারা বিশেষ সুবিধা পাবে। জানা গিয়েছে, এইসব রিচার্জ প্ল্যানে FUP (Fair Usage Policy) রেস্ট্রিকশনের পরিমাণ শূন্য। ডেটা এবং আনলিমিটেড কল, কোনও ক্ষেত্রেই এই FUP (Fair Usage Policy) রেস্ট্রিকশন থাকবে না। যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা ছাড়াও মিলছে দিনপ্রতি ১০০ এসএমএস ও Jio Cinema, Jio News, Jio TV সহ Jio র অ্যাপগুলিতে ফ্রি অ্যাক্সেসের সুবিধা। My Jio অ্যাপ অনুযায়ী ১২৭ টাকার প্রিপেইড প্ল্যানে ১৫ দিনের জন্য ১২ জিবি ডেটা দেওয়া হবে।
সঙ্গে থাকছে ২৪৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানও। এই রিচার্জে থাকছে ৩০ দিনের ভ্যালিডিটি পিরিয়ডয়ে ২৫ জিবি ডেটা। ৪৪৭ টাকার জিও প্ল্যানে ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। এর মেয়াদ ৬০ দিন। ৯০ দিনের জন্য ৭৫ জিবি বেটার অফার রয়েছে ৫৯৭ টাকার প্ল্যানে। এখানেই শেষ নয়। অ্যানুয়াল বা বার্ষিক প্ল্যান হিসেবে রয়েছে ২৩৯৭ টাকার রিচার্জ। এক্ষেত্রে ৩৬৫ জিবি ডেটা পাবেন ইউজাররা। অর্থাৎ ৩৬৫ দিন ভ্যালিডিটি থাকবে এই রিচার্জের।
এছাড়াও Reliance Jio তাদের গ্রাহকদের জন্য একটি স্পেশাল Covid-19 রিলিফ অফার দিচ্ছে। এই অফার মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখে আনা হয়েছে যারা নিম্ন-আয়ের কারণে মোবাইল রিচার্জ করতে অক্ষম। Jio তার সমস্ত প্ল্যানে Buy One Get One Free অফারে দিচ্ছে। সংস্থার মোট 6 প্ল্যান রয়েছে, যা গ্রাহকরা নতুন অফারের আওতায় সুবিধা নিতে পারবেন।
উল্লেখ্য, কোভিড অতিমারীর কারণে জিও তাদের সমস্ত গ্রাহকদের এমার্জেন্সিতে ১০ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ প্রদান করছে। উল্লেখ্য, My Jio App য়ের No Limit সেকশনে এই সমস্ত রিচার্জ প্ল্যানের হদিশ পাবেন গ্রাহকরা।