মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকের পর জানিয়েছেন যে লকডাউন হতে পারে টানা ৪৯ দিন। তিনি বলেছেন যে বিশেষজ্ঞরা বলছেন টানা ৪৯ দিন লকডাউন চললে তা ভালো হবে। তবে এটা তার মত নয়। এতদিন হলে লোকের তো সমস্যা হবেই। আজ মুখ্যমন্ত্রী তিনটি টাস্কফোর্স গঠন করেছেন।
একটি টাস্কফোর্স মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স রেস্ট্রিকশান এন্ড রিলাক্সেশনের কাজ করবে। অন্য টাস্কফোর্স অর্থসচিবের নেতৃত্বে অর্থনৈতিক বিষয়টি দেখবে। আর আরেকটি টাস্কফোর্স স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে এনফোর্সমেন্ট বিষয়টি দেখবে। এর সাথে তিনি আজ প্রধানমন্ত্রীর সাথে সর্বদল বৈঠকের ক্ষেত্রে কি বিষয় কথা হয়েছে সেই প্রসঙ্গ সম্পর্কে বলেছেন।
তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি শুনেছেন প্রধানমন্ত্রী লকডাউন এখনই তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন। এরসাথে এটাও বলেছেন কেন্দ্র যতক্ষণ কিছু না বলছেন, ততক্ষন তাঁদের পক্ষ থেকে কিছু বলা ঠিক হবে না। এর সাথে রাজ্যে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৭১ হয়েছে বলে তিনি আজ জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন রাজ্যে পর্যাপ্ত পরিমানে হাইড্রোক্সিক্লোরোকুইন মজুত আছে।