নিউজ

Lok Sabha Election Results LIVE: রামভূমি অযোধ্যা মুখ ফেরালো বিজেপির থেকে, আর কোথায় কে এগিয়ে?

৫৪৩ আসনের লোকসভায় কে ২৭২-এর ম্যাজিক ফিগার পার করে, সেদিকেই নজর থাকবে গোটা দেশে

Advertisement

Advertisement

আজ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসবের দিন। ভোটদাতার বিচারে পৃথিবীতে লোকতন্ত্রের বৃহত্তম ভোটদান প্রক্রিয়া চলে এই ভারতবর্ষে৷ এবার ২০২৪ সালে সম্পন্ন হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচন। সাত দফায় দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আজ অর্থাৎ ৪ ই জুন। কার মাথায় শেষপর্যন্ত। উঠবে বিজয়ীর মুকুট? সেই নিয়ে জল্পনার শেষ নেই। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়বেন কি বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদি নাকি পালের হাওয়া উল্টো দিকে বইয়ে দিতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের দিকে, তা নিয়ে নানা জল্পনা রয়েছে৷

Advertisement

যদিও, বুথ ফেরত সমীক্ষার বেশিরভাগ অংশ কিন্তু এনডিএ জোটের দিকেই পাল্লা ভারী বলে জানিয়েছে৷ প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই বলা হয়েছে, এ বারেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ৷ ৩৫০-এর কাছাকাছি বা তার বেশি আসন দিয়েছে অধিকাংশ সমীক্ষক সংস্থা৷ তবে সর্বোপরি ৫৪৩ আসনের লোকসভায় কে ২৭২-এর ম্যাজিক ফিগার পার করে, সেদিকেই নজর থাকবে গোটা দেশে। প্রাথমিক ভাবে এনডিএ অনেকটা এগিয়ে গিয়েছে। বাংলাতে কড়া টক্কর বিজেপি ও তৃণমূলের। লোকসভা নির্বাচনে গোটা দেশ ও বাংলায় ভোটের ফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় লাইভ আপডেট পেতে এখানে নজর রাখুন।

Advertisement

সন্ধ্যা ৬:২১: বাংলায় মিশ্র প্রতিক্রিয়া

Advertisement

তমলুকে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যা, কাঁথিতে জয়ী বিজেপির সৌমেন্দু অধিকারী, হুগলিতে জয়ী রচনা বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জে জয়ী বিজেপির কার্তিক পাল। বালুরঘাটে ২৫ হাজারের মতো ভোটে এগিয়ে সুকান্ত মজুমদার।

সন্ধ্যা ৬:২০: ভোটের এই ফল আসলে নরেন্দ্র মোদির রাজনৈতিক ও নৈতিক পরাজয়

মল্লিকার্জুন খাড়গে বললেন, এই ভোটের ফল আসলে জনতায় জয়, লোকতন্ত্রের জয়৷ এটি আসলে মোদি ভার্সেস জনতার ছিল৷ এ বার জনতা কোনও একটি রাজনৈতিক দলকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি৷ এটি আসলে মোদির রাজনৈতিক পরাজয়৷ নৈতিক পরাজয়৷

সন্ধ্যা ৬:১৫: ‘সংবিধান বাঁচানোর লড়াই‘, বললেন রাহুল গান্ধী

২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই ছিল সংবিধান বাঁচানোর। ভোটের ফল প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে এসে হাতে সংবিধান নিয়ে এই কথাই শোনা গেল রাহুল গান্ধীর মুখে। কেরলের ওয়েনাড এবং উত্তর প্রদেশে রায়বরেলী আসন থেকে এ বছর জিতেছেন রাহুল। বিজেপি-র মুখ থুবড়ে পড়া নিয়ে ইন্ডিয়া জোটের সাফল্যের কথাও উঠে এল রাহুলের মুখে।

সন্ধা ৬:০০: ফৈজাবাদে পরাস্ত হল বিজেপি

উত্তরপ্রদেশের ফৈজাবাদে পরাস্ত হল বিজেপি৷ উল্লেখ্য, এই আসনটির ভিতরেই পরে রামভূমি অযোধ্যা৷ আর সেখানেই হেরে গেল গেরুয়া শিবির৷

দুপুর ৫:১৫: এগিয়ে সায়ন্তিকা

বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ১০ রাউন্ড গণনার পরে ৪৯০০ ভোটে এগিয়ে।

দুপুর ৫:১০: বাঁকুড়ায় হারলেন সুভাষ সরকার

বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে হেরে গেলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তৃণমূল প্রার্থী অরূপ সরকারের কাছে হেরেছেন তিনি। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন সুভাষ সরকার।

দুপুর ৫:০০: হার নিশীথ প্রামাণিকের

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বলে দাবি করলেন তৃণমূল প্রার্থী। কোচবিহারে জয়ী তৃনমুল। কাউন্টিং সেন্টার থেকে বেড়িয়ে বললেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। শেষ মুহুর্তের আপডেট ৩৯৫২৭ হাজার ভোটে এখনো এগিয়ে তৃনমুল প্রার্থী। রাস্তায় সবুজ আবির খেলা শুরু তৃণমুলের৷

দুপুর ৪:৪২: উল্লাস প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ির সামনে

২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। তুলনায় ভালো ফল করেছে কংগ্রেস। আসন সংখ্যাও বেড়েছে হাত শিবিরের। এই ফল দেখেই দীর্ঘদিন পর উচ্ছ্বসিত কংগ্রেসকর্মীরা। ফল প্রকাশের কয়েক ঘণ্টা কাটতেই প্রিয়ঙ্কা গান্ধীর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন কংকর্মীরা।

দুপুর ৪:৪০: জিতে দিলীপ ঘোষকে কড়া জবাব

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ের পর কীর্তি আজাদ বলেন, ‘বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমায় এত সমর্থন দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমি যেভাবে মানুষের ভালবাসা পেয়েছি সেই ঋণ শোধ করার চেষ্টা করে যাব। রাজ্যের প্রতি হওয়া অন্যায়ের জন্য লড়াই করব। এলাকার উন্নয়ন করার বেশ কিছু পরিকল্পনা আছে। গোটা নির্বাচন পর্বে দিলীপ ঘোষ প্ররোচনা দিয়ে গেছেন।উনি অনেক আপত্তিকর মন্তব্য করে গেছেন। আমি জবাব দিই নি।কারণ আমি জানতাম বাংলা ভদ্রলোকের জায়গা।’

দুপুর ৪:৩০: হেভিওয়েট নেতার জয়

একে একে চূড়ান্ত ফল এ বার আসতে শুরু করেছে৷ তারকা প্রার্থীদের মধ্যে জিতেছেন রাজনাথ সিং, নীতিন গড়করি৷ ত্রিপুরায় জিতেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এ ছাড়া পূরী কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপির প্রার্থী সম্বিত পাত্র৷ জয়ী নরেন্দ্র মোদীও।

দুপুর ৪:০২: বাংলায় চলছে সবুজ ঝড়

কৃষ্ণনগরে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। রাজমাতা অমৃতা সিংকে ৫৪ হাজারের বেশি ভোটে পিছনে ফেলে জয়ী তৃণমূলের মহুয়া মৈত্র।

দুপুর ৪:০০: জয়ী পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি প্রায় ২ লক্ষ ভোটে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির সুশীল কুমার রিঙ্কু।

দুপুর ৩:৫৫: পরাজিত দিলীপ ঘোষ

বর্ধমান-দুর্গাপুর থেকে জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, তিনি হারিয়েছেন বিজেপির দিলীপ ঘোষকে। অন্যদিকে আসানসোল থেকে জয়ী তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, তিনি হারিয়েছেন বিজেপির এসএস আলুওয়ালিয়াকে। ১৩ রাউন্ড গণনার শেষে বহরমপুরে সত্তর হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। অধীরের জেতার আশা অধরা এবার।

দুপুর ৩:২১: ২ কেন্দ্রেই কার্যত জয় নিশ্চিত রাহুলের

রায়বরেলি ও ওয়ানাড কেন্দ্র থেকরে এবারে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। দুটি কেন্দ্রেই তাঁর জয় প্রায় নিশ্চিত। গণনা অনুযায়ী, ওয়ানাড কেন্দ্র থেকে ৩ লক্ষ ২৮ হাজার ৪৬০ ভোটে এবং রায়বরেলি কেন্দ্রে ২ লক্ষ ৭১ হাজার ৭৫২ ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী।

দুপুর ৩:২০: ভোট লুটের অভিযোগ জানালেন হিরন, এগিয়ে দেব

কেশপুরে ভোট লুট হয়েছে অভিযোগ বিজেপি প্রার্থী হিরণের। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ভোট গণনা কেন্দ্র ঘাটাল কলেজ থেকে বেরিয়ে অভিযোগ করেন। তাঁর অভিযোগ কেশপুরে ভোট লুট হয়েছে এবং তাতে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের এর উপর দোষারোপ করেন। তিনি জানান কেশপুরের একাধিক বুথে বিজেপি শূন্য ভোট পেয়েছে এ থেকেই বোঝা যায় কিভাবে ভোট লুট হয়েছে কেশপুরে। আগামী পাঁচ বছর ঘাটালে উন্নয়নের প্রয়োজনে যদি প্রয়োজন হয় তিনি ঘাটালের পাশে থাকবেন বলেও জানান। অন্যদিকে ৮০ হাজারের বেশি ভোটে এগিয়ে দেব।

দুপুর ৩:০২: বালুরঘাটে লড়াই হাড্ডাহাড্ডি

বালুরঘাট লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সুকান্ত মজুমদার ও বিপ্লব মিত্রের মধ্যে। সুকান্ত মজুমদারের প্রাপ্ত ভোট ২ লক্ষ ৩১ হাজার ২৮২ অপরদিকে বিপ্লব মিত্রের প্রাপ্ত ভোট ২ লক্ষ ২৬ হাজার ৯৫৩।

দুপুর ৩:০১: রামজন্মভূমিতে পিছিয়ে গেরুয়া শিবির

ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে রামমন্দির তৈরি হয়েছে, সেই কেন্দ্রে এখনও পিছিয়ে বিজেপি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকটাই এগিয়ে এনডিএ-র থেকে।

দুপুর ২:৩০ : জিতছেন কঙ্গনা রানাউত, হাসান হাতছাড়া JDS এর

বিজেপির প্রতীকে প্রথমবার হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে প্রায় কয়েক লক্ষ ব্যবধানে জয়লাভ করতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ২০২১ সালে বিজেপি প্রার্থীর প্রয়াণের পরে সেই আসনে জিতে লোকসভায় গিয়েছিলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এর স্ত্রী প্রতিভা সিং। ফলে কংগ্রেসের হাত থেকে জয় ছিনিয়ে নেওয়া খুব একটা সহজ কাজ ছিল না বিজেপির জন্য। কঙ্গনা এ বছর প্রার্থী হতে চলেছেন জেনে, এবারের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেননি প্রতিভা সিং। বদলে কংগ্রেস তার বদলে প্রার্থী করেছিল তার পুত্র বিক্রমাদিত্য সিংকে। কিন্তু সেই ম্যাজিক একেবারেই কাজ করলো না। বরং, বড় ব্যবধানে কংগ্রেসকে পরাজিত করে জয় লাভের পথে এগোতে শুরু করেছেন কঙ্গনা রানাউত।

তবে অন্যদিকে আবার, NDA শরিক ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার দল জেডিএস এর হাত থেকে ২৫ বছর পর হাতছাড়া হতে চলেছে কর্ণাটকের হাসন কেন্দ্রটি। এই কেন্দ্রে JDS এর প্রার্থী ছিলেন এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। তবে, তার বিরুদ্ধে একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তাই এবারে আর প্রজ্জ্বলের উপরে ভরসা রাখলেন না হাসানের মানুষ। ২৫ বছর পর JDS এর হাতছাড়া হচ্ছে এই আসনটি। ইতিমধ্যেই কর্ণাটকের কংগ্রেস সরকারের তরফে প্রজ্জ্বলের বিরুদ্ধে SIT গঠনের কাজ শুরু হয়েছে। তার মাকেও হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্ণাটকের CID।

দুপুর ২:১৫: ফিকে মোদি ম্যাজিক, এন চন্দ্রবাবু নাইডু ও নীতিশকে ফোন কংগ্রেসের

এবারের লোকসভা নির্বাচনে বেশ অনেকটাই ফিকে হয়ে এসেছে মোদী ম্যাজিক। উত্তরপ্রদেশে পর্যন্ত চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এগিয়ে গিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। এই মুহূর্তে ৪৪ টা আসনে এগিয়ে থেকে উত্তরপ্রদেশে চালকের আসনে এসপি। অন্যদিকে ৩৭ টি আসনে এগিয়ে কিছুটা ব্যাক ফুটে যোগী আদিত্যনাথ এর দল। ফলে বলাই যেতে পারে বিজেপির জোট ম্যাজিক ফিগার ক্রস করার চেষ্টা করলেও মোদী ম্যাজিক অনেকটাই হালকা হয়ে গিয়েছে আগের তুলনায়।

আর এই অবস্থায় এবারে তেলেগু দেশম পার্টি এবং জেডিইউ এর সঙ্গে আলোচনা করতে চাইছে কংগ্রেস। এই মুহূর্তে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২২৫টি আসনে। অন্ধ্রপ্রদেশে ভালো ফল করেছে তেলেগু দেশম পার্টি। অন্যদিকে বিহারে বেশ ভালো ফল করেছে জে ডি ইউ। এর আগে ইন্ডিয়া জোটে নির্দেশ কুমার থাকলেও পরবর্তীতে বিজেপির দিকে ঝুঁকে যান তিনি। সেই সময় তাকে দল বদলুর তকমা দেওয়া হয়। ফলে দলবদলের দিকে তার একটা প্রবণতা সবসময়ই থাকে। এই দুটি দল যদি আবারও কংগ্রেসের ইন্ডিয়া মহাজোটের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যেতে পারবে এই বিরোধী জোট। তাহলে কিন্তু, মোদী অমিত শাহদের চাপ আরো বাড়বে। যদিও সেটা সম্ভাবনা খুব কম বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

দুপুর ২:১০ : ঘাটালে এগিয়ে দেব, মনিপুরে এগিয়ে কংগ্রেস

ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এগিয়ে প্রায় ৭০ হাজার ভোটে। অসমের জোড়হাট আসন থেকে এগিয়ে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। উড়িষ্যায় পুরী আসন থেকে এগিয়ে বিজেপি সম্বিত পাত্র। বেঙ্গালুরু দক্ষিণ আসনে বিজেপি প্রার্থী তেজস্বী সূর্য প্রায় দুইলক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। লোকসভা নির্বাচনে মণিপুরে দুটি আসন রয়েছে। এই দুই আসনেই কংগ্রেস এগিয়ে রয়েছে।

দুপুর ১:৪৫ : কারাকাটে বিজেপির ভোট কাটলেন পবন সিং, প্রথমে CPI(ML) এর রাজারাম

বিহারের কারাকাট লোকসভা আসনে ভোট কাটাকাটির খেলায় এগিয়ে গেল কমিউনিস্টরা। এই আসনে ত্রিমুখী প্রতিযোগিতায় NDA এর RLM অধ্যক্ষ উপেন্দ্র কুশ্বহার ভোট কেটে সিপিআইএমকে জয়ের রাস্তা সহজ করে দিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা ভোজপুরি স্টার পবন সিং। এই মুহূর্তে ১.৩৭ লাখ ভোট নিয়ে এই আসনে প্রথম অবস্থানে রয়েছেন সিপিআইএমের রাজারাম সিং। দ্বিতীয় অবস্থানে রয়েছেন উপেন্দ্র কুশ্বহা এবং তৃতীয় স্থানে রয়েছেন পবন সিং।

দুপুর ১:৩৫ : ভগবান আছেন, সততার প্রমাণ মিললো, বলছেন রচনা

দুপুর ১:৩০ পর্যন্ত ভোট গণনার পরে হুগলিতে ১ লক্ষ ৫৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৮০৮ ভোট। তাই রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের ধৈর্য ধরতে বললেন। একইসঙ্গে সন্দেশখালি প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, সততার দাম রয়েছে। আর সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে।

দুপুর ১:৩২ : জোরালো লড়াই ইন্ডিয়া বনাম NDA

এবারে লোকসভা নির্বাচন অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল কংগ্রেস এবং বিজেপি দুই দলের জন্যই। আর এই লোকসভা নির্বাচনে বেশ ভালোমতোই ফল করতে পেরেছে কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতা এই মুহূর্তে বিজেপির কাছে নেই। দুপুর ১:৩০ পর্যন্ত ভোট গণনার পরে বিজেপির হাতে এই মুহূর্তে রয়েছে ২৪৩ টি আসন। অর্থাৎ সরকার গঠনের জন্য বিজেপির প্রয়োজন হবে জোট সংগীদের। অন্যদিকে, কংগ্রেস একা এই মুহূর্তে এগিয়ে রয়েছে ৯৫ টি আসনে। জোট সঙ্গীরা থাকলে, ২২৪ আসন পাচ্ছে ইন্ডিয়া জোট। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টা হল, উত্তরপ্রদেশে পিছিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি এই মুহূর্তে এগিয়ে রয়েছে ৩৭ টি আসনে। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৩৩ টি আসনে। বলা হয় উত্তর প্রদেশ যার দিল্লি তার। তাহলে কি এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পিছিয়ে পড়বেন মোদি?

দুপুর ১:৩০ : দিলীপকে ছাড়িয়ে এগিয়ে গেলেন কীর্তি!

প্রচারে বিরোধী প্রার্থীর জয়ের সম্ভাবনাকে নস্যাৎ করে দিলেও মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ভোট গণনার পরে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ফল বলছে দিলীপ ঘোষ কে ছাড়িয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। ৫০ হাজার ভোটের ব্যবধানে তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। এই ভোট সংখ্যা প্রকাশে আসতেই হাতে হাতুড়ি নিয়ে জয়োল্লাসে মেতেছেন তৃণমূল কর্মীরা। ফল ঘোষণার আগেই আবির খেলা শুরু করে দিয়েছেন তারা। মুহুর্মুহু উঠছে জয় বাংলা স্লোগান।

দুপুর ১ টা ১০ : বসিরহাটে ব্যাপক ব্যবধানে এগিয়ে তৃণমূল, সন্দেশখালিতেও সুবিধা করতে পারলনা বিজেপি

শেষ পাওয়া খবর অনুযায়ী ৩ লক্ষ ৬১ হাজার ৮০০ ভোটে বসিরহাট কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। অন্যদিকে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও পিছিয়ে রয়েছে বিজেপি। রেখা পাত্র একেবারেই সুবিধা করতে পারলেন না এই কেন্দ্রে।

দুপুর ১ টা : ডায়মন্ড হারবারে ৪ লাখের টার্গেটের দিকে অভিষেক

এই মূহুর্তে পাওয়া খবর অনুযায়ী বাংলায় অনেকটাই এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয় রাউন্ড গণনার পরে ডায়মন্ড হারবার কেন্দ্রে ৩ লাখ ১৪ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আসানসোলে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পিছনে ফেলে অনেকটাই ব্যবধান বাড়িয়ে নিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

দুপুর ১২:৩৫ : রাম ভূমে পিছিয়ে গেলো বিজেপি

প্রাথমিকভাবে পিছিয়ে পড়লেও, পরে অনেকটা কাম ব্যাক করে এই মুহূর্তে ৭৬ হাজার ভোটে বারানসিতে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, আমেঠিতে পিছিয়ে গিয়েছেন বিজেপির তারকা প্রার্থী স্মৃতি ইরানি। রাজনাথ সিং এই মুহূর্তে এক লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন। মায়ের আশীর্বাদ পেয়েছেন রাহুল গান্ধী। রায় বরেলি এবং দক্ষিণ ওয়েনারের প্রার্থী হয়ে রাহুল গান্ধী দুটি কেন্দ্রেই এগিয়ে রয়েছেন। বেলা ১১টা পর্যন্ত গণনা অনুযায়ী, রায়বরেলি কেন্দ্রে ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। আর ওয়ানাডে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন রাহুল। তবে, রাম ভূমে অনেকটাই পিছিয়ে গেছে বিজেপি। বেলা ১২টা পর্যন্ত গণনা অনুযায়ী, উত্তর প্রদেশে ইন্ডিয়া জোট এগিয়ে ৪৩ আসনে। আর এনডিএ এগিয়ে জোট রয়েছে ৩৬ আসনে। অর্থাৎ উত্তর প্রদেশে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট।

দুপুর ১২:৩০: বাংলায় রদবদল বহু আসনে

বাংলায় রদবদল হল বহু আসনে। বিষ্ণুপুরে ১০০০০ এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল চতুর্থ রাউন্ড গণনার শেষে ৩০০৩ ভোটে এগিয়ে গেলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী জুন মালিয়ার কাছ থেকে। চতুর্থ রাউন্ড গণনা শেষে তমলুক লোকসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এগিয়ে গেলেন ১৩৭২ ভোটে। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এই মুহূর্তে ৫৩৬২৮ ভোটে এগিয়ে। ৫০২২ ভোটে এগিয়ে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এই মুহূর্তে ১৯৭৩ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে রয়েছেন ৩৪ হাজার ৭২৪ ভোটে।

সকাল ১১:৫৮: দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে বিজেপি

দেশের রাজধানী দিল্লির সাতটি আসনের সবকটিতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

সকাল ১১:৫০: দেশে কারা এগিয়ে?

৫৪৩ টি আসনের মধ্যে এনডিএ ২৯০ টি আসনে, ইন্ডিয়া ২৩০ টি আসনে এবং অন্যরা ২৩ টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে বিজেপি ২৩৩ টি আসনে এবং কংগ্রেস ৯৯ টি আসনে এগিয়ে রয়েছে।

সকাল ১১:৪০: বাংলায় তৃণমূল বনাম বিজেপি

বাংলার ৪২ টি আসনের মধ্যে তৃণমূল ২৯-এ নেমে গেল। বিজেপি এগিয়ে ১২ টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ১ টি আসনে।

সকাল ১১:২০: বাংলায় এগিয়ে তৃণমূল

ডায়মন্ড হারবারে ১ লাখের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি প্রার্থী ববি ধর্নায় বসেছেন। এদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ২৩,২২৩ ভোটে এগিয়ে আছেন। বারাসত আসনে অনেক এগিয়ে গেলেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। বীরভূমে ২৫ হাজার ভোটে এগিয়ে শতাব্দী রায়। বোলপুরে অসিত মাল ৮৫ হাজারের বেশি ভোটের লিডে আছেন। ঝাড়গ্রামেও এগিয়ে তৃণমূল।

সকাল ১১:০১: মধ্যপ্রদেশ ও ওড়িশাতে গেরুয়া ঝড়

সব রাজ্যে আসন কমলেও মধ্যপ্রদেশে ভাল ফল করছে বিজেপি৷ সেখানে সবকটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি৷ পাশাপাশি ওড়িশাতেও বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ উল্লেখ্য, সেখানকার বিধানসভার ফলেও দেখা গিয়েছে, সেখানেও বিজেডির থেকে এগিয়ে ২০ আসনের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি৷ অর্থাৎ সরকার বদলের ইঙ্গিত আসছে৷

সকাল ১১:০০: পিছিয়ে সুকান্ত মজুমদার, টেক্কা দিয়ে এগিয়ে গেলেন বিপ্লব মিত্র

বালুরঘাটে পিছিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তৃণমূলের বর্ষীয়ান প্রার্থী বিপ্লব মিত্র এগিয়ে। এদিকে জঙ্গিপুরে কংগ্রেসকে পিছনে ফেলল তৃণমূল। মুর্শিদাবাদে মহম্মদ সেলিম পিছিয়ে পড়েছেন তৃণমূলের আবু তাহেরের কাছে।

সকাল ১০:৪৫: বাংলায় অনেকটাই এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস

বাংলায় প্রাথমিক ভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে ২৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ২টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে মাত্র ১১টি আসনে।

সকাল ১০:৪০: বারাণসীতে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PTI সূত্রে খবর, বারাণসীতে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী৷ প্রাথমিক ট্রেন্ডে কিছুটা পিছিয়ে থাকার খবর এলেও পরবর্তীতে এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Recent Posts