শ্রেয়া চ্যাটার্জী: মুম্বাইয়ে আরেকটি উল্লেখযোগ্য সেলিব্রেটিদের দুর্গাপূজা হল লোখান্ডওয়ালা দুর্গাপূজা।এই দুর্গাপূজার মূল দায়িত্বে থাকেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। তাই এই পুজো টি অভিজিতের পুজো নামে বেশি বিখ্যাত। এই পুজোর মূল আকর্ষণ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটা আলাদা অংশই থাকে জামাকাপড় কেনা এবং খাবারের। মানুষকে আরো বেশী এন্টারটেইনিং করার জন্য এখানে সবরকম ব্যবস্থা থাকে।
এই পুজোতে শুরু হয়েছিল 1996 সালে।মুম্বাইতে যেহেতু অল্পসংখ্যক বাঙালি তাই কম সংখ্যক বাঙালি পরিবারকে নিয়ে এই প্রথম এই পুজোতে শুরু হয় তবে, গায়ক অভিজিৎ ভট্টাচার্যের এখানে উপস্থিতিতে এই পুজো একসময় বিশাল আকার ধারণ করে। একদম বাঙালির ঐতিহ্য কে মাথায় রেখে এখানে পুজো হয়। বাংলার শিল্পশৈলী এবং বাংলার ঐতিহ্য যা প্রত্যেকটি বাঙালির গর্বের বিষয় তা এখানে অবশ্যই মেনে চলা হয়।
ভোগ প্রসাদ এর মধ্যে থাকে খিচুড়ি, একটা পাঁচমিশালী তরকারি যা বাঙালি ভাষায় লাবরা, বেগুনি, চাটনি এবং নানান রকম ভাজা পদ এছাড়াও পায়েস ও মিষ্টি।