রাত ১০ টা বাজলেই লকডাউন, সকাল থেকেই মদের দোকানে লম্বা লাইন সূরা প্রেমীদের
ভারতের রাজধানী দিল্লিতে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে পড়েছে ভারতবর্ষের বুকে। চলতি বছরের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দিনে দিনে বেগতিক হয়ে যাচ্ছে করোনা সংক্রমনের গ্রাফ। এপ্রিল মাসের শুরুতে দৈনিক সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। দেশজুড়ে করোনা অ্যাক্টিভ কেস এক ধাক্কায় বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর জন্য বেডের অভাব পড়েছে। রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৬ দিনের জন্য দিল্লিতে লকডাউন করার ঘোষণা করেছেন। তিনি একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, “আজ অর্থাৎ সোমবার রাত ১০ টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬ টা অব্দি দিল্লিতে লকডাউন থাকবে। এই সময় শুধুমাত্র জরুরী পরিষেবা যেমন চিকিৎসা ও খাদ্য সরবরাহের মতো বিষয় ছাড় দেওয়া হবে।”
আজ অর্থাৎ সোমবার রাত ১০ টা থেকেই সম্পূর্ণ লকডাউন হয়ে যাচ্ছে দিল্লিতে। এরপর সাতদিন টানা কার্ফু জারি থাকবে। এর ফলে বিনা কারণে বাড়ি থেকে বেরোনো যাবে না। শুধুমাত্র জরুরী পরিষেবা এবং খাদ্য সরবরাহের গাড়ি চলবে। স্বভাবতই আজ রাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে রাজধানীর সমস্ত মদের দোকান। আর হঠাৎ করে এই খবর শুনেই মাথায় হাত পড়েছে সূরা প্রেমীদের। সকাল থেকেই সংক্রমণের ভ্রুকুটি ভুলে গিয়ে মদের দোকানের সামনে ভিড় করে লাইন দিয়েছে মানুষরা। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই দেদার চলছে মদের দোকান। এক সপ্তাহ লকডাউন চলাকালীন যাতে বাড়িতে পর্যাপ্ত মদের দোকান থাকে তার জন্য করোনাকেও তোয়াক্কা করেনি আজকের দিল্লিবাসী।
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন। অন্যদিকে গোটা দেশের পরিসংখ্যান বিচার করলেও অবস্থা যে সঙ্গীন তা বলার অপেক্ষা রাখে না। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী পরিসংখ্যান প্রকাশ করেছে যাতে জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছে।