ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

চোখ বন্ধ করে ৪০ হাজার টাকা ইনকাম, তৈরি করতে লাগবে মাত্র ৩০ পয়সা

Advertisement

Advertisement

ব্যবসা করতে গেলে শুধু টাকা থাকলেই হবে না। টাকার সঙ্গেও আরও অনেক কিছু দরকার। যেমন সফল ব্যবসার জন্য দরকার উপস্থিত বুদ্ধি, বাজারকে বোঝার মতো ক্ষমতা এবং বাজারকে বুঝে নেওয়ার পর সেই মতো ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া। মানুষের মধ্যে চাহিদা রয়েধে এরকম জিনিসের ব্যবসা শুরু করলে লোকসানের সম্ভাবনা অনেক কমে যায়। চাহিদা নেই এমন কাজ শুরু করলে ভারী লোকসানের আশঙ্কা থেকেই যায়। সম্প্রতি সময়ের ওপর ভিত্তি করে কীসের ব্যবসা করা উচিৎ সে ব্যাপারে আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

Advertisement

এটা এমন একটা ব্যবসা যেখানে লোকসান হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেই সঙ্গে প্রফিট মার্জিন খুব বেশি। এই জিনিস নিশ্চই আপনার বাড়িতেও রয়েছে। আন্দাজ করতে পারছেন কি? আপনারা বলছি রবার ব্যান্ড বা পাতি বাংলায় গাডার তৈরির ব্যবসার কথা। এই ব্যবসা শুরু করলে আপনি খুব সহজে বাজারে বিক্রি করতে পারবেন আপনার কারখানায় তৈরি হওয়া প্রোডাক্ট।

Advertisement

Advertisement

রবার ব্যান্ড তৈরি করার Business Idea খুবই সহজ। চার ফুট লম্বা এবং আড়াই ফুট চওড়া একটা মেশিনের সাহায্যে কাজ করা হয়। অর্থাৎ বাড়ির ছোট কোনো জায়গা থেকেও কাজ শুরু করা যেতে পারে । কাঁচা মাল বলতে দরকার পড়বে পিভিসি টিউব। যে রঙের রবার ব্যান্ড তৈরি করবেন সেই কালারের টিউব দরকার। অনলাইন এবং অফলাইনে টিউব পেয়ে যাবেন।

এটি একটি কম বিনিয়োগে শুরু করার মতো ব্যবসা। হিসেব মতো দুটি জিনিস দরকার পরে , একটা হল মেশিন আর টিউব। মেশিনের সাহায্যে রবার ব্যান্ড কাটিং করা হয়। ম্যানুফ্যাকচারিং কস্ট মাত্র ৩০ পয়সা। বিক্রি করতে পারবেন ২ টাকায়। টানা ৮-৯ ঘণ্টা কাজ করলে মাসে আয় করবেন ৩০ থেকে ৪০ হাজার টাকা।

Recent Posts