গতকাল অর্থাৎ মাসের প্রথম দিনেই আবারো আম আদমির পকেটে পড়লো টান। আবারো দাম বাড়লো এলপিজি গ্যাসের। জানা যাচ্ছে সরকারি তেল কোম্পানিগুলো তাদের গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ৭৩.৫টাকা বাড়িয়ে দিয়েছে। তবে এই দাম বৃদ্ধি হয়েছে শুধুমাত্র কমার্শিয়াল সিলিন্ডার এর ক্ষেত্রে। এখনো পর্যন্ত বাড়িতে ব্যবহার করা রান্নার গ্যাসের ক্ষেত্রে কিন্তু দাম বৃদ্ধি করা হয়নি। বর্তমানে রাজস্থান এবং দিল্লির মধ্যে শহরে ১৯ কিলোগ্রামের কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬২৩ টাকায় যা আগে ছিল ১৫০০ টাকা। ফলে সাধারণ ব্যবসায়ীদের পকেটে একটা ভারী টান পড়লো বলা যেতে পারে।
অন্যদিকে ১৪.২ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডারের দামে আপাতত কোনো পরিবর্তন আসেনি। জুলাই মাসে তেল কোম্পানিগুলো ২৫.৫ টাকা বৃদ্ধি করেছিল রান্নার গ্যাসের দাম। তারপর থেকে আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়নি। এর ফলে রাজধানীতে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা। কলকাতায় এই গ্যাস সিলিন্ডারের দাম ৮৬১ টাকা। মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৫০.৫০ টাকা।
অন্যদিকে জানিয়ে রাখি বর্তমানে ১৯ কিলোগ্রামের কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ৭৩ টাকা বেড়ে দিল্লিতে বর্তমানে ১৬২৩ টাকা। কলকাতায় এই গ্যাস সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। চেন্নাইয়ে এই গ্যাস সিলিন্ডারের দাম ১৭৬১ টাকা এবং মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম ১৫৭৯.৫০ টাকা।
আপনারা নিজেরাও নিজের এলাকায় গ্যাস সিলিন্ডারের দাম চেক করে নিতে পারেন আপনার সরকারি তেল কোম্পানির ওয়েবসাইট থেকে দেখে নিয়ে। এজন্য প্রথমে আপনি যে কোম্পানির সিলিন্ডার ব্যবহার করেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যান, (ইন্ডেন হলে ইন্ডিয়ান অয়েল, এইচপি হলে হিন্দুস্থান পেট্রোলিয়াম এবং ভারত গ্যাস হলে ভারত পেট্রোলিয়াম) এর ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে আপনার শহর সিলেক্ট করে দাম দেখে নিন।