Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LPG Cylinder: মাত্র ৫০০ টাকায় কিনুন LPG গ্যাস সিলিন্ডার, নতুন সুবিধা শুনে মুখে হাসি সকলের

Updated :  Wednesday, May 24, 2023 11:16 AM

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে মাঝে মাঝে দাম কমছেও এলপিজি গ্যাস সিলিন্ডারের। সম্প্রতি এই রাজ্যে মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। কারা পাবেন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মূল্যবৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার সমস্যা সমাধানের জন্য সরকার এমন একটি স্কিম চালু করেছে যার অধীনে আপনি মাত্র ৫০০ টাকা খরচ করে গ্যাস সিলিন্ডার বাড়ি নিয়ে আসতে পারবেন। বর্তমানে গোটা দেশে প্রায় গ্যাসের দাম চলছে ১১০০ টাকা। সেই হিসাবে আপনি যদি ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারেন তাহলে আপনি প্রত্যেকটি সিলিন্ডারের জন্য ৬০০ টাকা সাশ্রয় করছেন। গোটা বছরে ১২ টি সিলিন্ডার এই ৫০০ টাকা করে পাওয়া যাবে। কিন্তু কি করে কিনবেন এই ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার?

আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথভাবে গ্যাস সিলিন্ডার দাম কমানোর জন্য বিভিন্ন প্রকল্প আনে। এবার রাজস্থান সরকার ঠিক করেছে যে যাদের বিপিএল কার্ড রয়েছে এবং উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত তাদের মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ইতিমধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই স্কিমের কথা ঘোষণা করেছেন।