ছট পুজোর আগে বড় খবর, এবারে এত টাকা সস্তা হয়ে গেল এলপিজি সিলিন্ডার
জেনে নিন আপনার শহরে সিলিন্ডারের দাম কত
দীপাবলীর পরে এবারে চলে এসেছে বিহারের সবথেকে বড় উৎসব ছট। এর আগে পেট্রোলিয়াম কোম্পানিগুলি ভারতের সাধারণ মানুষদের একটা স্বস্তি দিয়েছে। আমাদের জানিয়ে রাখি এলপিজি সিলিন্ডারের দাম আগের থেকে অনেকটা কমিয়েছে কোম্পানিগুলি। দিল্লি থেকে মুম্বাই সব জায়গাতে সিলিন্ডারের দাম কমেছে। অয়েল মার্কেটিং কোম্পানিগুলি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের উপরে অনেক টাকা ডিসকাউন্ট দিয়েছে। অন্ততপক্ষে ৫০ টাকা কমে সব জায়গাতে পাওয়া যাচ্ছে সিলিন্ডার। তাহলে চলুন জেনে নেওয়া যাক তেল কোম্পানিগুলির এই বড় অফারের ব্যাপারে বিস্তারিত।
এমনিতে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি এই মাসে এলপিজি গ্যাসের কিন্তু দাম পরিবর্তন করেছে। এমনিতে তেল কোম্পানিগুলি মাসের একেবারে শুরুতে দাম পরিবর্তন করে থাকে গ্যাস এবং পেট্রোল ডিজেলের। তবে এবারে দেখা গেল মাসের একদম মাঝা মাঝি সময়ে দাম কমেছে এলপিজি সিলিন্ডারের। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী, রাজধানী দিল্লির কথা বললে ১ নভেম্বর ২০২৩ এ ১৯ কিলোগ্রাম কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৮৩৩ টাকা ছিল। কিন্তু ১৬ নভেম্বর ২০২৩ তারিখে এই দাম ১৭৫৫.৫০ টাকায় নেমে এসেছে।
একইভাবে দাম কমেছে ভারতের অন্যান্য শহর গুলিতে। মেট্রো শহর কলকাতায় ১ নভেম্বর তারিখে যেখানে গ্যাসের দাম ছিল ১৯৪৩ টাকা, সেখানেই ১৬ নভেম্বর তারিখে হয়েছে ১৮৮৫ টাকা ৫০ পয়সা। অন্যান্য মেট্রো শহরগুলির মধ্যে মুম্বাইতে ১ নভেম্বর এই দাম ছিল ১৭৮৫ টাকা ৫০ পয়সা। তবে ১৬ নভেম্বর এই দাম হয়েছে ১৭২৮ টাকা। ভারতের আরও একটি মেট্রোপলিটন শহর চেন্নাইয়ে গ্যাসের দাম ছিল ১ নভেম্বর তারিখে ১৯৯৯ টাকা ৫০ পয়সা। তবে ১৬ নভেম্বর তারিখে চেন্নাইতে গ্যাসের দাম হয়েছে ১৯৪২ টাকা।