প্রতিমাসের প্রথম দিন ভারতে সিলিন্ডারের দাম পরিবর্তন হয়ে থাকে। আগামী বছর শুরু হতে এখনো ছ দিন বাকি রয়েছে এবং তার আগেই সবাই আশা করতে শুরু করেছেন এবারে পেট্রোলিয়াম মন্ত্রক হয়তো ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেবে। সিলিন্ডারের দাম প্রতিমাসের এক তারিখে সংশোধিত হয়। তবে নতুন বছরের আগে যারা কম গ্যাস খরচ করেন তাদের জন্য রয়েছে দারুণ খবর। আপনি যদি এমন মানুষ হন যার বাড়িতে সদস্য কম, তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। পেট্রোলিয়াম সংস্থাগুলি এমন গ্রাহকদের জন্য একটা দুর্দান্ত সিলিন্ডার নিয়ে এসেছিল যা এখন দেশের অধিকাংশ শহরে অনুমোদিত হয়ে গিয়েছে। গ্রাহকরা মাত্র ৫৭০ টাকায় এই গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসতে পারবেন। সাধারণ গ্যাস সিলিন্ডারের থেকে এই সিলিন্ডার কোন অংশেই কম নয়, তবে এমন অনেক বৈশিষ্ট্য এখানে পাবেন আপনারা যা এটাকে অন্য সিলিন্ডাদের থেকে অনেকটা আলাদা করে তোলে।
আরও ভাল বিকল্প
মানুষের সমস্যার কথা মাথায় রেখে সাধারণ সিলিন্ডারের বিকল্প হিসেবে কম্পোজিট গ্যাস সিলিন্ডার চালু করেছে পেট্রোলিয়াম কোম্পানি গুলি। এই ধরনের সিলিন্ডারের দাম ৩৩০ টাকা কম অন্যান্য সিলিন্ডারের থেকে। এই সিলিন্ডার সবার আগে চালু করেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তাদের ইন্ডেন কম্পোজিট সিলিন্ডার এখন উত্তর প্রদেশের লখনৌ শহরে পাওয়া যাচ্ছে। এই রাজ্যে এই সিলিন্ডারের দাম ৫৭০ টাকা রাখা হয়েছে। তবে এই সিলিন্ডারের সবথেকে বড় বিষয়টা হলো এগুলি মাত্র ১০ কেজির গ্যাস সিলিন্ডার। এছাড়াও এর বিশেষত্ব হল এগুলো খুবই হালকা এবং একেবারে স্বচ্ছ। অর্থাৎ বাইরে থেকে আপনারা এই সিলিন্ডার দেখতে পাবেন এবং আপনারা খুব সহজে এই গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন। আপনাদের গ্যাস যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে সিলিন্ডার বারবার নাড়াতে হবে না।
নতুন বছরে কাটছাঁট হতে পারে
তবে মনে করা হচ্ছে নতুন বছরে সাধারণ এলপিজি সিলিন্ডারের দাম আগের তুলনায় কিছুটা কমতে পারে। আপনাদের জানিয়ে রাখি, বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি মাসে কিছুটা সংশোধিত হয়। তবে ঘরোয়া সিলিন্ডারের দামে তেমন কোন পরিবর্তন হয় না। ১৪.২ কেজি গার্হস্থ সিলিন্ডারের দাম এখনো একই রকম রয়েছে। এছাড়াও, এখনো পর্যন্ত কিন্তু কম্পোজিট সিলিন্ডার ভারতের বড় শহরগুলোতেই পাওয়া যায়। ছোট শহরে এখনো পর্যন্ত কম্পোজিট সিলিন্ডার আসেনি। তাই যেসব বাড়িতে গ্যাস কম খরচ হয়, এবং যারা একটু বড় শহরের দিকে থাকেন তারা কিন্তু কম্পোজিট সিলিন্ডার ব্যবহার করতে পারেন অন্যান্য সিলিন্ডারের তুলনায়। তাহলে কিন্তু আখেরে তাদের লাভ হবে।