Lpg price: এক ধাক্কায় বেড়ে গেল LPG CYLINDER-এর দাম, জানুন আপনার শহরে এখন গ্যাসের দাম কত?
এই মুহূর্তে মার্চ মাসে এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
মার্চ মাস শুরু হয়ে গিয়েছে এবং মাসের একেবারে প্রথম দিনে আবারো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে তেল বিপনন সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আবারও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে শুধুমাত্র ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে এই তেল সংস্থাগুলির তরফ থেকে। এখনো পর্যন্ত গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি। স্থিতিশীল রয়েছে দেশীয় গ্যাস সিলিন্ডারের দাম।
এই মুহূর্তে ভারতের বাজারে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে দিল্লিতে ৯০৩ টাকা। কলকাতায় ৯২৯ টাকা দামে বিক্রি হচ্ছে গার্হস্থ গ্যাস সিলিন্ডার। মুম্বাইতে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম রাখা হয়েছে ৯০২ টাকা ৫০ পয়সা। অন্যদিকে চেন্নাইতে এই দাম ৯১৮ টাকা ৫০ পয়সা। দীর্ঘদিন ধরে গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দাম ভারতে একই রকম রয়ে গিয়েছে। পরিবর্তন হয়নি একেবারেই। তবে বারেবারে পরিবর্তন হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে একদিকে যেমন সমস্যা হয়েছে হোটেল চালকদের, তেমনি সমস্যা হয়েছে কিন্তু মূল্য বৃদ্ধির ক্ষেত্রেও। গত মাসের বাজেটের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৪ সালে ১৪ টাকা দাম বাড়ানোর পরে আবারো একবার ২৫ টাকা দাম বাড়ানো হয়েছে এই বাণিজ্যিক সিলিন্ডারের। এই পরিবর্তনের হার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দ্বারা প্রকাশ করা হয়েছে যা আজ থেকে প্রযোজ্য হবে।
নতুন দাম অনুযায়ী এই মুহূর্তে দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৯৫ টাকা। অন্যদিকে কলকাতায় এই সিলিন্ডারের দাম ১৯১১ টাকা। মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৪৯ টাকা এবং চেন্নাইতে ১৯৬১ টাকা।