১ ফেব্রুয়ারি ভোরে এলপিজি গ্রাহকদের ধাক্কা, গ্যাসের দাম বেড়েছে, আজ থেকে নতুন দাম প্রযোজ্য
এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকটাই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ
পহেলা ফেব্রুয়ারি সকালবেলাতেই এলপিজি গ্রাহকরা খেলেন ধাক্কা। দেশের বাজেটের দিনে গ্যাস এবং সিলিন্ডারের দাম বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। শীতের মরশুমে চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দামের প্রভাবে এলপিজি সিলিন্ডারের দাম ১৪ টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই দাম মূলত বৃদ্ধি হয়েছে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। তবে ভারতের গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি। আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে নতুন দাম প্রযোজ্য হতে শুরু করেছে। গত মাসেও তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করেছিল।
মূলত মেট্রো শহর গুলিতে এই মুহূর্তে ১৯ কেজি সিলিন্ডারের দাম অনেকটা বেশি। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৭৬৯ টাকা ৫০ পয়সায়। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দিল্লি থেকে অনেকটা বেশি। কলকাতায় এই মুহূর্তে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৮৮৭ টাকায়। মুম্বাইতে আবার সিলিন্ডারের দাম সবথেকে কম এই চারটি মেট্রো শহরের মধ্যে। মুম্বাইতে এই মুহূর্তে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৭২৩ টাকা ৫০ পয়সা। অন্যদিকে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম চারটি মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি। এই মুহূর্তে চেন্নাইতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার বিকোচ্ছে ১৯৩৭ টাকায়।
তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে এখনো পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। আপাতত কলকাতায় ১৪. ২ কেজি ভর্তুকিহীন একটি রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৯ টাকায়। গত বছরের ৩০ আগস্ট থেকে এই দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের প্রতি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা কম দিতে হচ্ছে। তারা ৬২৯ টাকায় একটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন। দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ৯০৩ টাকা। মুম্বাইয়ে এই গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯০২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯১৮ টাকা ৫০ পয়সা।