নিউজToday Trending Newsদেশরাজ্য

LPG সিলিন্ডারের নতুন দাম, জানুন আপনার শহরে গ্যাসের দাম কত, দেখে নিন রেটচার্ট

দেশের রাজধানী শহর দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকাই থাকছে

Advertisement

আজ শুরু হলো নতুন মাস জুলাই। আর প্রত্যেক মাসের শুরুতেই তেল কোম্পানিগুলি তাদের গ্যাসের দামের আপডেট দিয়ে থাকে। আজ ১ লা জুলাই সামনে এসছে এই মাসের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, জুলাই মাসের জন্য তেল কোম্পানিগুলি গৃহস্থ বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে তেমন কোনো পরিবর্তন করেনি। সুতরাং আগের মাসের হিসাব অনুযায়ী দেশের রাজধানী শহর দিল্লিতে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকাই থাকছে। অন্যদিকে এই দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৭৩ টাকা থাকবে।

আপনাদের জানিয়ে রাখি গত জুন মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমানো হয়েছিল। তার আগে মে মাসে এই সিলিন্ডারের দাম ১৭২ টাকা কমানো হয়েছিল। তেল সংস্থাগুলি পরপর দুই মাস ধরে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। তবে গত দুমাস ধরেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি। আপনি যদি অনলাইনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম চেক করতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ান অয়েল এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com/prices of petroleum products এ দেখতে হবে।

আগের বছর জুলাই মাসে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম শেষ বৃদ্ধি করা হয়েছিল। তখন দেশের রাজধানী শহর দিল্লিতে সিলিন্ডারের দাম ১১০৩ টাকা থেকে বাড়িয়ে ১১৫৩ টাকা করা হয়েছে। সব মিলিয়ে এক বছর ধরে দেশে গ্যাস সিলিন্ডারের দামে তেমন কোন পরিবর্তন হয়নি। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি স্বপ্ননগরি মুম্বাইতে এই জুলাই মাসে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭২৫ টাকা। আর কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকা। আর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৭৫.৫০ টাকা।

Related Articles

Back to top button