ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ফের দাম বৃদ্ধি পেল বাড়ির এলপিজি গ্যাস সিলিন্ডারের, জেনে নিন আপনার শহরে গ্যাসের দাম

কলকাতায় বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা

Advertisement

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। এই সংকটের মাঝেই আবারও দাম বৃদ্ধি পেল রান্নার গ্যাসের। আজ অর্থাৎ বুধবার সকালে সরকারি পেট্রোলিয়াম সংস্থাগুলি একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

পেট্রোলিয়াম সংস্থার তরফে জানানো হয়েছে যে দিল্লিতে এখন বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেল। এর আগে দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম ছিল ১০০৩ টাকা। এবার ৫০ টাকা দাম বৃদ্ধির পর দাম হল ১০৫৩ টাকা। এছাড়া আপনাদের জানিয়ে রাখি দিল্লিতে গত ১৯ মে রান্নার গ্যাসের দাম ৪ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে ৭ মে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে গত ১ বছরে বাড়ির রান্নার গ্যাসের দাম প্রায় ২১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০০৩ টাকা হয়ে গিয়েছিল। এরপর আজকে আবার আরও ৫০ টাকা দাম বৃদ্ধি পেয়ে সেই সিলিন্ডারের দাম হয়ে গেল ১০৫৩ টাকা। দিল্লির পাশাপাশি কলকাতাতেও দাম বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের। গোটা দেশের মধ্যে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য কলকাতাবাসিকে সর্বোচ্চ টাকা খরচ করতে হচ্ছে। সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা। এছাড়া চেন্নাই ও মুম্বাইতে গ্যাসের দাম যথাক্রমে ১০৬৮.৫০ টাকা ও ১০৫২.৫০ টাকা।

অন্যদিকে পেট্রোলিয়াম সংস্থাগুলি আজ ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের পাশাপাশি ৫ কিলোগ্রামে এলপিজি সিলিন্ডারেরও দাম বাড়িয়েছে। প্রতি সিলিন্ডার ১৮ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু অন্যদিকে কমার্শিয়াল সিলিন্ডার বা ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম আজ ৮.৫০ টাকা হ্রাস পেয়েছে। মাসের শুরুতে এই গ্যাসের দাম এক ধাক্কায় ১৯৮ টাকা কমানো হয়েছিল।

Related Articles

Back to top button