নিউজদেশ

LPG Gas Price: মাসের প্রথমেই নির্ধারিত হল গ্যাসের দাম, ডিসেম্বরে কত খরচ করতে হবে গ্যাস বুক করতে?

প্রত্যেক মাস শুরুর সময় গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে সরকারি পেট্রলিয়াম কোম্পানিগুলি

Advertisement

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। প্রত্যেক মাস শুরুর সময় গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে সরকারি পেট্রলিয়াম কোম্পানিগুলি। Inidan Oil, HP -এর মতো তেল সংস্থাগুলি চলতি ডিসেম্বর মাসের জন্যও LPG সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে। এই মাসে গ্যাস বুক করতে কত খরচ হবে? এই সমন্ধে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন।

ডিসেম্বর মাসেও সরকারি তেল কোম্পানিগুলির নির্ধারিত দামে স্বস্তি পেল না সাধারণ মানুষ। গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি এই মাসে। গার্হস্থ্য বা বাণিজ্যিক কোনো ধরনের সিলিন্ডারের ক্ষেত্রেই দামে পরিবর্তন ঘটায়নি তেল সংস্থাগুলি। এই মাসে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম রাজধানী দিল্লিতে রয়েছে ১০৫৩ টাকা। কলকাতায় এই LPG সিলিন্ডারের দাম রয়েছে ১০৭৯ টাকা। মুম্বইতে গার্হস্থ্য সিলিন্ডার কিনতে খরচ হবে ১০৫২.৫০ টাকা। মেট্রো শহর চেন্নাইতে LPG-র দাম রয়েছে ১০৬৮.৫০ টাকা।

এছাড়া ১৯ কেজির বানিজিক সিলিন্ডারের দামও বিভিন্ন শহরে বিভিন্ন রকম। ডিসেম্বর মাসের নয়া রেট অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম রয়েছে ১৭৪৪ টাকা। মুম্বইয়ে দাম রয়েছে ১৬৯৬ টাকা। চেন্নাইয়ে এই LPG সিলিন্ডারের দাম রয়েছে ১৮৯১.৫০ টাকা। অন্যদিকে কলকাতায় বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম রয়েছে ১৮৪৫.৫০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে LPG সস্তা হয়েছিল ১১৫.৫০ টাকা। কিন্তু এই মাসে দাম কমানোর কোনো সিদ্ধান্তই নিল না তেল সংস্থাগুলি।

Related Articles

Back to top button