মার্চ মাসের একেবারে শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল সাধারণ মানুষ। তিনটি রাজ্যের বিধানসভা ভোট মিটতে না মিটতেই ৫০ টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল ভর্তুকিবিহীন সিলিন্ডারের। এর ফলে রান্নার গ্যাসের দাম পৌছে গিয়েছিল ১১০০ টাকার উপরে। আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছাড়িয়ে গিয়েছিল ২০০০ টাকা। তবে এই আর্থিক বছরের প্রথম দিন কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হলো রান্নার গ্যাসের দাম। কমার্শিয়াল রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে ৯২ টাকা মত। এর ফলে, অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। এর ফলে শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দাম হয়েছে ২১৯২ টাকা। এর ফলে হয়তো অনেক দিকেই অনেকটা সুবিধা পাবেন সাধারণ ব্যবসায়ীরা।
পেট্রোলিয়াম কোম্পানিগুলি সাধারণত বছরের প্রথম দিন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তন করে থাকে। মার্চ মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দাম পরিবর্তন করার ফলে সাধারণ মানুষ যে ধাক্কা খেয়েছিল সেই নিরিখে কিছুটা সুবিধা হতে পারে এই মাসে। তবে গার্হস্থ্য সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি। সেই দাম এখনো একই রকম রয়েছে।
দেশের তেল সংস্থার রিপোর্ট অনুসারে, এই বছরে মোট ৪ বার দাম বৃদ্ধি হয়েছিল গ্যাসের। জানুয়ারি মাসে এই ২৫ টাকা দাম বেড়েছে গ্যাসের। এর ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছিল ১৭৬৮ টাকা। এবারে গ্যাসের দাম পরিবর্তনের ফলে ১৯ কেজির গ্যাসের দাম বিভিন্ন শহরে কিরকম একটু দেখে নেওয়া যাক। দিল্লিতে ২০২৮ টাকা, কলকাতায় ২১৩২ টাকা, মুম্বইতে ১৯৮০ টাকা, চেন্নাইতে ২১৯২ টাকা।