LPG Price Hike: চার মাস পর এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে, এখন কিনতে দিতে হবে এত টাকায়
রাজধানী শহর দিল্লিতে মাত্র ১১০৩ টাকায় পাওয়া যাচ্ছে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডার
প্রত্যেক মাসের প্রথম তারিখে দেশের তেল সংস্থাগুলি তাদের গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে একটি নোটিশ জারি করে। কয়েকদিন আগেই শুরু হয়েছে জুলাই মাস। আজ ৪ জুলাই মঙ্গলবার অনেক মাস বাদে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলি। আপনাদের জানিয়ে রাখি গত জুন মাসের ১ তারিখে গ্যাস সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমানো হয়েছিল। কিন্তু এবার জুলাই মাসের শুরুতে অর্থাৎ ১ ই জুলাই গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও ৪ জুলাই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা বৃদ্ধি পেয়েছে।
দেশের রাজধানী শহর দিল্লিতে এই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এতদিন ছিল ১৭৭৩ টাকা। এবার গ্যাস সিলিন্ডারের দাম সাত টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭৮০ টাকা। জুন মাস পর্যন্ত কলকাতা এবং মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যেত যথাক্রমে ১৮৯৫.৫০ টাকা এবং ১৭৭৩.৫০ টাকায়। তবে আপনাদের জানিয়ে রাখি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি। রাজধানী শহর দিল্লিতে মাত্র ১১০৩ টাকায় পাওয়া যাচ্ছে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডার।
দীর্ঘদিন ধরেই পরিবর্তন হচ্ছিল না বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। গত চার মাসে ক্রমাগত গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল কোম্পানিগুলি। মার্চ মাসে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২১১৯.৫০ টাকা। এরপর এপ্রিলে তা কমানো হয়েছে ২০২৮ টাকা এবং মে মাসে হয়েছে ১৮৫৬.৫০ টাকা। আর জুনে এই গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১৭৭৩ টাকা। এবার এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম জুলাই মাসে সামান্য বেড়েছে অর্থাৎ ৭ টাকা বেড়ে হয়েছে ১৭৮০ টাকা।