নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার উত্তপ্ত লখনউ, জ্বলল মোটরসাইকেল-গাড়ি-বাস-মিডিয়া ভ্যান

লখনউ : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে অসহিষ্ণুতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউকে কাঁপিয়ে তুলেছে বিরোধীরা।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলে হজরতগঞ্জ এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শেষমেশ পুলিশ লাঠিচার্জ করে। প্রতিবাদকারীরা মিডিয়ার উপরেও হামলা চালায়। আগুন ধরিয়ে দেয় গাড়িতে।

আন্দোলনকারীরা হাসানগঞ্জে যানবাহন জ্বালিয়ে দেয়। মাদেগঞ্জে থানা জ্বালিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।খড়ড়ার মতো পুরানো শহর অঞ্চল থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।

আরও পড়ুন : গণভোট করাক রাষ্ট্রসংঘ, বিজেপিকে চ্যালেঞ্জ করে বললেন মমতা

আশেপাশের এলাকায় প্রায় ২০ টি মোটরসাইকেল, ১০ টি গাড়ি, ৩ টি বাস ও ৪ টি মিডিয়া ভ্যান জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক প্রকাশ বলেন যে জনতার দ্বারা ১৪৪ ধারা লঙ্ঘিত হয়েছিল।তারা পাথর ছুঁড়লে তাদের লাঠিচার্জ করা হয়।এই ঘটনায় ৪০-৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।