দেশনিউজ

আগামীকাল চন্দ্রগ্রহণ, জানুন কোথায় কোথায় এবং কখন দেখা যাবে

Advertisement

আমরা কিছুদিন আগেই সূর্যগ্রহনের দেখা পেয়েছি আবারও আরেকটি গ্রহণের মুখোমুখি হতে চলেছি। তবে সূর্যগ্রহণ নয় এবার চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ সাধারণত তিন ধরনের। পূর্নগ্রহণ, আংশিক গ্রহণ এবং পেনুম্ব্রাল গ্রহণ। ১০ই জানুয়ারী পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে।

তবে আকর্ষণীয় ব্যাপার হল এইদিন শুধু চন্দ্রগ্রহণ নয়, উল্ফ মুনেরও দেখা মিলবে। এইগ্রহণে, চাঁদ পৃথিবীর বাইরের ছায়া দিয়ে পেরোবে একে বলা হয় পেনুম্ব্রা। ফলস্বরূপ কয়েক ঘন্টার জন্য চাঁদকে বাদামী রঙের দেখাবে।

আরও পড়ুন : আগামীকালের আবহাওয়ার পরিবর্তন, কী জানাল আবহাওয়া দফতর

গ্রহণ শুরু হবে রাত ১০ টা ৩৭ মিনিটে এবং চলবে ১২.৪০ মিনিট পর্যন্ত।  মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্য কানাডা, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা এই জায়গাগুলি ছাড়া পৃথিবীর সর্বত্র এটি দেখা যাবে। টাইমঅ্যান্ডডেট ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ, ভারত এবং ভারত মহাসাগরের কিছু অংশ এই গ্রহণ দেখায় সক্ষম হবে।

Related Articles

Back to top button