মানুষকে প্রতিবছর একটি মহাজগতিক ঘটনার সাক্ষী থাকতে হয়। গোটা বছরে একটি বিশেষ দিনে সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় এসে উপস্থিত হয়। তখন সূর্যের আলো পৃথিবীতে পরে এবং তার ছায়া চাঁদের উপর ওপর গিয়ে পড়লে মনে হয় যেন যাতে কেউ গ্রাস করে ফেলছে। কিন্তু আসলে সূর্যের আলো পৃথিবীতে পড়ায় তার ছায়া সরাসরি চন্দ্রপৃষ্ঠে গিয়ে পড়ে। আর তাতেই চাঁদ তার ঔজ্জল্য হারায়। তখন পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদকে আংশিক বা সম্পূর্ণ কালো দেখায়। এই মুহূর্তকে বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ বলা হয়। একটি গোটা বছরে বিভিন্ন সময় পৃথিবী, সূর্য ও চন্দ্রের অবস্থান অনুযায়ী চন্দ্রগ্রহণ হয়। আজকের এই প্রতিবেদনে জেনে নিন ২০২১ সালে কবে ঠিক কোন সময়ে চন্দ্রগ্রহণ হতে চলেছে।
২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে ২৬ মে। জ্যোতির্বিদদের মতে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হবে ঠিক দুপুর ২ টো ১৭ মিনিটে। এই চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭ টা ১৯ মিনিটে। এই চন্দ্রগ্রহণ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা থেকে স্পষ্ট দেখা যাবে। ভারত ছাড়া অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকার কিছু অংশ, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও দক্ষিণ আমেরিকা থেকে চন্দ্রগ্রহণের কিছুটা অংশ দেখা যাবে। জানা গিয়েছে, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পৃথিবী চাঁদের প্রায় ১০১.৬ শতাংশ ঢেকে ফেলবে।
অন্যদিকে, ২০২১ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ১৯ নভেম্বর। এটি হবে একটি আংশিক চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় সকাল ১১ টা ৩২ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিটে। এই চন্দ্রগ্রহণ মূলত ইউরোপ ও এশিয়ার একটি বড় অংশ থেকে দেখা যাবে। পাশাপাশি ভারতের অরুণাচল ও অসম থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়া ভারতের পাশাপাশি দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত মহাসাগর থেকে এই চন্দ্রগ্রহণের কিছুটা অংশ দেখা যাবে। জানা গিয়েছে, আংশিক চন্দ্রগ্রহণে পৃথিবী চাঁদের প্রায় ৯৭.৯ শতাংশ ঢেকে ফেলবে।