দলবদল কারীদের উদ্দেশ্যে নতুন গান বাঁধলেন মদন মিত্র, করলেন মিউজিক ভিডিও শুট

মঞ্চে গরমা গরম বক্তব্য রাখার জন্য মদন মিত্র (Madan Mitra) বেশ বিখ্যাত। যাকে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য মদন মিত্রের জুড়ি মেলা ভার। তারপর তার ফেসবুক লাইভ অত্যন্ত জনপ্রিয় হয়ে…

Avatar

মঞ্চে গরমা গরম বক্তব্য রাখার জন্য মদন মিত্র (Madan Mitra) বেশ বিখ্যাত। যাকে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য মদন মিত্রের জুড়ি মেলা ভার। তারপর তার ফেসবুক লাইভ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে। পরপর পরাজয়, হাজতবাস কোন কিছুই কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। আর এবার যারা দল বদল করে অন্য দলে গিয়েছেন তাদের জন্য একটি নতুন গানের ভিডিও তৈরি করে ফেললেন তৃণমূল নেতা মদন মিত্র।

এই গানের কথা সুর গানটি গাওয়া সব কিছুই কিন্তু মদন মিত্র একাই করেছেন। সম্প্রতি এই গানের মিউজিক ভিডিও শুট করে ফেললেন তৃণমূল নেতা। এই ভিডিওতে দলবদল কাটিতে নিশানা করেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। পাশাপাশি তিনি তৃণমূল সুপ্রিমো স্তুতি গেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে মদন মিত্রের গানে তার কয়েকজন ভক্ত উদ্দাম নৃত্য প্রদর্শন করছেন। তার গানের কথার মাধ্যমে তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করে চলেছেন বারে বারে। মদন বলেছেন, “কোটি টাকার কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি!” আবার কখনো তার গলায়, “দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস ফাইন!”

যদিও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছিলেন মদন মিত্র। কিন্তু পরবর্তীতে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কামারহাটি মাটি কামড়ে মদন মিত্র বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে। একেবারে তিনি দলবদল কারীদের উদ্দেশ্যে বানিয়ে ফেলে নতুন গান। মনে করিয়ে দিলেন মদন মিত্র কে কিন্তু ভুলে যাওয়া সম্ভব নয়।