পিকে প্রসঙ্গে আবারো কথা বলতে শোনা গেল তৃণমূল নেতা মদন মিত্র কে। এদিন একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মদন মিত্র বললেন, পিকে একজন স্ট্র্যাটেজি মেকার। দল তাকে নিয়ে এসেছে সাহায্যের জন্য। পিকে শুধুমাত্র সাজেস্ট করবে কোন কোন কাজ করলে ভালো হয় কোন কাজ করলে ভালো হয় না। কিন্তু, এলাকাতে হনুমান মন্দিরের স্থাপন অনুষ্ঠানে আমি কোন পোশাক পরবো তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। পাশাপাশি তিনি এদিন শুভেন্দুর লিফট মন্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন।
মদন বললেন, আমার বাড়িতে কোন ক্যাপসুল লিফট নেই। আর আমার কথায় কথায় চপারে চড়াও হয় না। শুভেন্দু কে কটাক্ষ করে মদন আরো বললেন,” আমি তৃণমূলের পার্টি অফিসে বসছি তিনদিন। সকাল থেকে তৃণমূলের মিছিল করছে। আমিও তৃণমূলে আছি আমি তৃণমূলের সম্পদ। আর যারা তৃণমূলে আছেন তারাও তৃণমূলের সম্পদ। যারা তৃণমূলের মিছিল করছেন, একটা সময়ে যারা তৃণমূলে ছিলেন সকলেই তৃণমূলের সম্পদ।
কিছুদিন আগে ফেসবুকে চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করেছিলেন মদন মিত্র। ছবির ক্যাপশনে লেখা ছিল টাইম ফর প্যাকআপ। এই প্যাকআপ শব্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন মদন মিত্র? সেই ব্যাপারে প্রশ্ন করা হলেও বেশ কৌশলী ভঙ্গিতে উত্তর দিলেন মদন মিত্র। তিনি বললেন,”তৃণমূলের সকলে এখন ড্রেসিংরুমে। এখন মেকআপ তোলা হচ্ছে। প্যাকআপের সময় হয়ে গিয়েছে।।প্যাক আপ করা মানে নতুন শুরুর জন্য তৈরি হওয়া। মেকআপ পড়ে থাকলে তো আর লোকের চরিত্র বোঝা যায় না। আর তাই নতুন শুরুর আগে প্যাকআপ প্রয়োজন।
শুভেন্দু প্রসঙ্গেও মদন মিত্র বেশ কৌশলী। তিনি বলেছেন, শুভেন্দু একবারে তার ছোট ভাইয়ের মতো। তবে, তিনি শুভেন্দুকে উদ্দেশ্য বলেছেন, নন্দীগ্রামের নাম মানুষে জেনেছে। এখন তিনি জনপ্রিয় মানুষ। কিন্তু, এই জনপ্রিয়তার খেলা অত্যন্ত ডেঞ্জারেস। আগামী সময়ে সব কিছু প্রমাণ হয়ে যাবে।