Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘দেখতে শান্ত, কিন্তু স্বভাব যা’, মাধুরীর সাথে অভিনয় করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার (Akshay Kumar) ছিলেন নব্বইয়ের দশকের ক্যাসানোভা। অপরদিকে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) ছিলেন ‘মোহিনী’। এখনও মাধুরী এভারগ্রিন। হৃদয়ের কোণে তাঁর বাস। মাধুরীর ক্যারিশমাকে এখনও অবধি কোনো নায়িকা অতিক্রম…

Avatar

অক্ষয় কুমার (Akshay Kumar) ছিলেন নব্বইয়ের দশকের ক্যাসানোভা। অপরদিকে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) ছিলেন ‘মোহিনী’। এখনও মাধুরী এভারগ্রিন। হৃদয়ের কোণে তাঁর বাস। মাধুরীর ক্যারিশমাকে এখনও অবধি কোনো নায়িকা অতিক্রম করতে পারেননি। কিন্তু অক্ষয়ের সাথে অভিনয় করতে গিয়ে মাধুরী মজাদার ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এত বছরের অভিনয় জীবনে মাধুরী এখনও অবধি অক্ষয়ের সাথে মাত্র দুটি ফিল্মে অভিনয় করেছেন। এর মধ্যে একটি হল ‘আরজু’, অপরটি ‘দিল তো পাগল হ্যায়’। ‘দিল তো পাগল হ্যায়’ -এর নায়ক শাহরুখ খান (Shahrukh Khan) হলেও ফিল্মে অক্ষয়ের চরিত্রটি ছোট অথচ গুরুত্বপূর্ণ ছিল। ঘটনাটি ঘটেছিল ‘আরজু’-র শুটিং ফ্লোরে।

মাধুরী একটি সাক্ষাৎকারে এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জানান, অক্ষয় সেটে যথেষ্ট মজা করে কাটাতেন। রসিক স্বভাবের অক্ষয় মজার কথা বলতেন। কিন্তু মাধুরীর অবাক লেগেছিল অক্ষয়ের ঘড়ি চুরি করার ঘটনা। অক্ষয় ক্লেপ্টোম্যানিয়াক নন। এই ঘটনা তিনি ঘটাতেন নেহাতই মজার ছলে। অক্ষয় এমন ভাবে ঘড়ি চুরি করতেন যাতে কেউই বুঝতে পারতেন না, কি করে বা কখন ঘড়িটি চুরি হয়েছে। মাধুরীর কথাকে সমর্থন করেছেন কমেডিয়ান গুড্ডি মারুতি (Guddi Maruti)-ও। তিনিও জানিয়েছেন, অক্ষয় ঘড়ি চুরি করলেও কেউ জানতে পারতেন না। পরে অবশ্য অক্ষয় ঘড়ির মালিককে তা ফিরিয়ে দিতেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1997 সালে মুক্তি পেয়েছিল ‘আরজু’। এই ফিল্ম ছিল ব্লকবাস্টার হিট। পাশাপাশি এটি মিউজিক্যাল হিট ছিল। ফিল্মের গান ‘আব তেরে দিল মেঁ’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। কয়েক বছর আগে ডান্স রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-এর মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন অক্ষয়। এই শোয়ের বিচারকের আসনে ছিলেন মাধুরী। অক্ষয় ও মাধুরী মঞ্চে ‘আব তেরে দিল মেঁ’ গানের সাথে নেচে মুহূর্তটি রিক্রিয়েট করেন। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিল।

About Author