মধ্যপ্রদেশ সরকার ফেলার জন্য কংগ্রেসের ৮ জন বিধায়ককে আটক করলো বিজেপি
বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ আনল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। কংগ্রেসের অভিযোগ যে বিজেপির দল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ফেলার জন্য কংগ্রেস, আপ , বিএসপি, নির্দল মিলিয়ে মোট ৮ জন বিধায়ককে গুরগাঁওের একটি হোটেলে আটকে রেখেছিল। পরে এদের মধ্যে থেকে ৬ জন বিধায়ককে রাতের মধ্যে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছিল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেছিলেন যে মধ্যপ্রদেশ সরকার ফেলার জন্য বিধায়কদের ২০-২৫ কোটি টাকা অফার দিচ্ছে বিজেপি দল। এই অভিযোগের সাথে সঙ্গতি রেখেছেন মুখ্যমন্ত্রী কমল নাথ ও।
আটক বিধায়কদের মধ্যে কংগ্রেসের ৪ জন, বহুজন সমাজ পার্টির ২ জন , নির্দলের ১ জন এবং সমাজপার্টির ১জন বিধায়ক। এই আটজনকে তাদের অনিচ্ছা সত্ত্বেও উড়িয়ে নিয়ে গিয়ে হোটেলে আটক করে রাখা হয় বলে কংগ্রেস অভিযোগ করেছে।
মঙ্গলবার রাত থেকে এই ৮ জনের সাথে যোগাযোগ করতে পারছিলেন না কংগ্রেসের অন্যান্য দল নেতা। সারারাত তাদের খোঁজ করতে থাকে কংগ্রেসের নেতা গণ। মঙ্গলবার রাতেই গুরগাঁও – তে যান তরুন ভানত, জয়বর্ধন সিং সহ অন্যান্য নেতারা। রাতে ৬ জনকে উদ্ধার করতে পেরেছেন বলে জানিয়েছেন জয়বর্ধন সিং। আর বাকি ২ জনের সাথে ও যোগাযোগ করা হয়েছে তাদের ও উদ্ধার করা হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন : ‘দিল্লির হিংসা বাংলায় কখনও হবে না’, বিজেপিকে নিশানা করে বললেন মমতা
বিজেপির এই কাজ নিয়ে কংগ্রেসের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে যে ভবিষ্যতেও তারা আবার এরকম কাজ করতে পারে। বিজেপি আবার ও কংগ্রেসের দল ভাঙানোর চেষ্টা করতে পারে বলে তাদের আশঙ্কা। মধ্যপ্রদেশে ১১৪ জন কংগ্রেসের, আর বিজেপির দখলে আছে ১০৭ জন, বাকি সমাজবাদী পার্টির ১ ও নির্দলের দখলে ৪ জন আর বিএসপি-র দখলে ১ জন। ২ টি আসন এখনও ফাঁকা রয়েছে। মধ্যপ্রদেশের সরকার এমনিতেই সংকটে রয়েছে।
গতকাল সাড়ে ৫ টা নাগাদ কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর দিল্লির বাংলোতে দুষ্কৃতীরা হামলা চালায়। আবার কাল রাতে কংগ্রেসের বিধায়কদের আটক করা হয়। এর সাথে কোন যোগসূত্র আছে কিনা তা কংগ্রেস দলকে ভাবাচ্ছে।